আজকের আলোচিত ছবি: ১০ জুলাই ২০২৩
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের অগ্রযাত্রা ও ভাবমূর্তি ক্ষুন্ন হয় বা সমালোচিত হয় এমন কোন সংবাদ প্রচার না করার জন্য সাংবাদিক সমাজের প্রতি আহবান জানিয়েছেন। প্রধানমন্ত্রী আজ তার কার্যালয়ে অসুস্থ, অসচ্ছল ও আহত ৪৩৮ সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যদের মাঝে প্রায় ৩ কোটি ৪১ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণকালে এ আহবান জানান। ছবি: ইয়াসিন কবির জয়
-
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তৈরি জ্ঞানকোষ ‘মুজিবপিডিয়া’র মোড়ক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ মোড়ক উন্মোচিত হয়। এ সময় ‘মুজিবপিডিয়া’র প্রধান সম্পাদক কামাল চৌধুরী, সম্পাদক ফরিদ কবির, নির্বাহী সম্পাদক আবু মো. দেলোয়ার হোসেন ছাড়াও উপস্থিত ছিলেন বইটির স্পন্সর প্রতিষ্ঠান ‘দি সিটি ব্যাংক লিমিটেড’র চেয়ারম্যান আজিজ আল কায়সার ও ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন। ছবি: জাগো নিউজ
-
নির্বাচন কমিশনকে (ইসি) হেয় ও জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে মন্তব্য করে সমালোচকদের একহাত নিলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। আজ আরপিও সংশোধন গেজেট আকারে প্রকাশের পর সার্বিক বিষয় নিয়ে নির্বাচন ভবনে নিজেদের অবস্থান তুলে ধরেন কাজী হাবিবুল আউয়াল। ছবি: জাগো নিউজ
-
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) পরিবারের উপ-পরিদর্শক (এসআই) থেকে কনস্টেবল ও সিভিল স্টাফসহ ৭০ জন সদস্য অবসর নিয়েছেন। আজ ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলনকক্ষে সদ্য অবসরপ্রাপ্ত সদস্যদের এক অনুষ্ঠানের মাধ্যমে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। এ বিদায় অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। ছবি: জাগো নিউজ
-
ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বারলুসকোনি মারা গেছেন গত মাসে। কিন্তু মৃত্যুর আগে এক উইলের মাধ্যমে নিজের বিশাল সম্পত্তি উত্তরাধিকারদের মধ্যে ভাগবাটোয়ারা করে দিয়েছিলেন তিনি। বারলুসকোনির ইচ্ছানুসারে তার ৩৩ বছর বয়সী প্রেমিকা মারতা ফ্যাসিনা পেয়েছেন ১০ কোটি ইউরো, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১১শ ৮৩ কোটি টাকার বেশি। ছবি: সংগৃহীত