আজকের আলোচিত ছবি: ৯ জুলাই ২০২৩
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
আমাদের মেধাবী ছেলেমেয়েরা প্রজন্মের পর প্রজন্মকে আলোর পথ দেখিয়ে যাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে প্রধানমন্ত্রী ফেলোশিপ ২০২৩-২৪ এর নির্বাচিত ফেলোদের অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন। ছবি: ইয়াসিন কবির জয়
-
বীর মুক্তিযোদ্ধাদের নামে রাস্তা, ব্রিজ-কালভার্ট, সামাজিক প্রতিষ্ঠান ইত্যাদি নামকরণের ক্ষেত্রে উপজেলা পর্যায়ে পাঁচ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করার সুপারিশ করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। আজ সংসদ ভবনে একাদশ জাতীয় সংসদের ‘মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩৬তম বৈঠক অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি শাজাহান খান। ছবি: ইসমাইল হোসেন রাসেল
-
ডেঙ্গু প্রতিরোধে সরকার জনসচেতনতাকেই বেশি গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম। আজ সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন কথা বলেন তিনি। ছবি: ইসমাইল হোসেন রাসেল
-
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ কে এম হুমায়ুন কবীর বলেছেন, নির্বাচন কমিশনের সার্ভার থেকে আমাদের তথ্য লিক (ফাঁস) হয়নি। আজ রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন সচিবালয়ের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি। ছবি: মফিজুল সাদিক
-
গত ৪০ বছরে এমন বৃষ্টি দেখেনি দিল্লিবাসী। গত দুদিনের ভারী বৃষ্টিতে কমপক্ষে ৯ জনের মৃত্যু হয়েছে। প্রবল বৃষ্টিতে ভেসে গেছে রাজধানী। রাস্তাঘাট শুক্রবার থেকে জলমগ্ন ছিল। শনিবারও সারাদিন দিল্লিতে টানা বৃষ্টি হয়েছে। মুষলধারে বৃষ্টির কারণে এক দিনেই শহরের ১৫টি বাড়ি ভেঙে পড়েছে। ছবি: সংগৃহীত