আজকের আলোচিত ছবি: ৭ জুলাই ২০২৩
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাঁওতালদের উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আপনারা দেশের সম্পদ। কারণ আপনারা বিদ্রোহ করতে জানেন, ঘুরে দাড়াতে জানেন। আজ বিকেলে রাজধানীর নটরডেম কলেজ অডিটোরিয়ামে ‘উত্তরবঙ্গ আদিবাসী ফোরাম’ আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। ছবি: জাগো নিউজ
-
আজ বিকেলে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাকে যান তামিম ইকবাল। সঙ্গে ছিলেন তার স্ত্রী আয়েশা সিদ্দিকী, বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ছবি: ইয়াসিন কবির জয়
-
রাজধানীর আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের পরীক্ষামূলক চলাচল শুকা করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। আজ রাজধানীর আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের পরীক্ষামূলক চলাচলের উদ্বোধনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ছবি: জাগো নিউজ
-
আগামী বছরেও পূর্ণ সিলেবাসে না হলেও পুনর্বিন্যাস করে কিছুটা সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নেওয়া হবে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ দুপুরে চাঁদপুর সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ছবি: জাগো নিউজ
-
এক দশক পর ওলামা মাশায়েখ পরিষদের ব্যানারে বগুড়ায় প্রকাশ্যে সমাবেশ ও মিছিল করেছে জামায়াতে ইসলামী। সুইডেনে পবিত্র কোরআন শরিফ পোড়ানোর প্রতিবাদে আজ জুমার নামাজ শেষে মিছিলটি বের হয়। পরে শহরের সাতমাথা হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন। ছবি: জাগো নিউজ
-
রাশিয়ার সামারা অঞ্চলের একটি গোলাবারুদের কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ছয়জন নিহত ও দুজন আহত হয়েছেন। সামারার চাপায়েভস্ক শহরের প্রমসিন্টেজ প্ল্যান্টে ওই বিস্ফোরণ ঘটে। আজ রুশ বার্তা সংস্থা তাসের বরাতে এ তথ্য জানায় ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। ছবি: সংগৃহীত