আজকের আলোচিত ছবি: ৫ জুলাই ২০২৩
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
‘উন্নয়ন সহযোগীদের কাছ থেকে অর্থ ধার নিই, হাত পাতি না’ বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ দুপুরে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ছবি: পিআইডি
-
বিএনপির এক দফার আন্দোলন চট্টগ্রামেই মারা যায় কি না, তা দেখার বিষয় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। আজ সচিবালয়ে ‘পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি সংবাদপত্রে প্রতিফলন’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। ছবি: পিআইডি
-
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আবদুস শুক্কুরকে (৭৭) কক্সবাজার সদর উপজেলার রুমালিয়ারছড়া এলাকা থেকে গ্রেফতার করে র্যাব। গত ৩ জুলাই তাকে গ্রেফতার করে স্থানীয় থানায় সোপর্দ করা হয়। আজ দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব-৭। ছবি: সংগৃহীত
-
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে টস হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস করতে নেমে জয় পান আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহিদি। টস জিতে বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবালকে ব্যাট করার আমন্ত্রণ জানান তিনি। ছবি:
-
দেশে আশঙ্কাজনকহারে ডেঙ্গু সংক্রমণ বাড়ছে উল্লেখ করে মশা নিধনে দায়িত্বরতদের আরও কার্যকরী ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ বেলা সাড়ে ১১টায় সুপার স্পেশালাইজড হাসপাতালের অন্তঃবিভাগ ও অপারেশন কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ছবি: পিআইডি
-
ঈদুল আজহায় মুক্তি পেয়েছে ঢাকাই সিনেমার সুপার স্টার শাকিব খান অভিনীত সিনেমা ‘প্রিয়তমা’। দেশব্যাপী সিনেমাটি দেখতে প্রেক্ষাগৃহে ভিড় লক্ষ্য করা গেছে। এর মধ্যেই যুক্তরাষ্ট্র গেছেন শাকিব খান। আগামী ৭ জুলাই সেখানে মুক্তি পাচ্ছে ‘প্রিয়তমা’ সিনেমাটি। ছবি: সংগৃহীত