আজকের আলোচিত ছবি: ৪ জুলাই ২০২৩
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
জনগণ থেকে বিচ্ছিন্ন করে নয় বরং জনসম্পৃক্ততা রেখে রাষ্ট্রের অতিগুরুত্বপূর্ণ ব্যক্তিদের (ভিভিআইপি) সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টকে (পিজিআর) নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আজ সকালে ঢাকা সেনানিবাসে পিজিআরের সদরদপ্তরে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে এ নির্দেশনা দেন রাষ্ট্রপতি। ছবি: পিআইডি
-
সাংস্কৃতিক চর্চা কেন্দ্র তৃণমূল পর্যায়ে আমাদের নিয়ে যাওয়া এবং সাংস্কৃতিক চর্চায় প্রযুক্তিকে সম্পৃক্ত করে আধুনিক জ্ঞান সম্পন্ন জাতি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সকালে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ৬টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও একটি সমাপ্ত প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন। মূল অনুষ্ঠানটি জাতীয় জাদুঘরে অনুষ্ঠিত হয়। ছবি: পিআইডি
-
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময় হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৭৮ জন। এর মধ্যে ঢাকায় আক্রান্তের সংখ্যা বেশি। বর্তমানে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ১ হাজার ৬৬৯ জন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলামের সই করা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ছবি: ফাইল ছবি
-
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি নেতারা। আজ দুপুর ৩টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। ছবি: সংগৃহীত
-
পচনশীল ও অপচনশীল বর্জ্য শৃঙ্খলায় আনতে বিন সরবরাহ ও বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে শিক্ষাপ্রতিষ্ঠানে যাচ্ছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আরএফএলের গৃহস্থালি পণ্যের ব্র্যান্ড আরএফএল হাউজওয়্যার। ‘বিনস অব চেঞ্জ’ কর্মসূচির অংশ হিসেবে ধানমন্ডি, শাহবাগ, লালবাগ, যাত্রাবাড়ি, উত্তরা, বনানীসহ ঢাকার বিভিন্ন এলাকার স্কুলে বিন সরবরাহ ও সচেতনতামূলক অনুষ্ঠান করেছে গৃহাস্থালি পণ্যের এ ব্র্যান্ড। ছবি: জাগো নিউজ