আজকের আলোচিত ছবি: ৩০ জুন ২০২৩
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
ঈদ ঘিরে প্রতিবছরের মতো এবারও অনেকটাই ফাঁকা হয়ে গেছে রাজধানী ঢাকা। ব্যস্ততম শহরে নেই কর্মকোলাহল। রাস্তাঘাটে নেই অসহনীয় যানজট। সব মিলিয়ে ঈদে চিরচেনা ঢাকা যেন অচেনা এক নগরীর রূপ নিয়েছে। ছবি: জাগো নিউজ
-
রাজধানীর সদরঘাটে ময়ূর-৭ লঞ্চে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের প্রায় সোয়া এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আজ বেলা ১১টায় আগুন লাগে। এরপর দুপুর ১২টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম। ছবি: জাগো নিউজ
-
বৃষ্টি উপেক্ষা করেই কিশোরগঞ্জের নিকলী বেড়িবাঁধ হাওরের সৌন্দর্য উপভোগ করতে ভিড় করেছেন পর্যটকরা। আজ দুপুর থেকে নিকলী বেড়িবাঁধ হাওর এলাকায় পর্যটকদের ভিড় করতে দেখা গেছে। ছবি: জাগো নিউজ
-
বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের জন্য ১০ নম্বর মহাবিপদ সংকেত চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, এবার আর যেনতেন নির্বাচন করতে পারবে না সরকার। আজ দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ছবি: জাগো নিউজ
-
ফ্রান্সে তৃতীয় রাতের মতো মারাত্মক দাঙ্গা, লুটপাট ও সহিংসতার পর এ পর্যন্ত সাড়ে ছয়শর বেশি মানুষকে গ্রেফতার করেছে পুলিশ। প্যারিস উপকণ্ঠে পুলিশের গুলিতে এক তরুণ নিহত হওয়ার পর দেশটিতে এই দাঙ্গা শুরু হয়। ছবি: সংগৃহীত