আজকের আলোচিত ছবি: ২৯ জুন ২০২৩
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
জাতীয় ঈদগাহ ময়দানে হাজার হাজার মুসল্লির অংশগ্রহণে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ৭টায় ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। ছবি: জাগো নিউজ
-
দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ শহীদ ময়দানে এবার একসঙ্গে প্রায় দুই লাখ মুসল্লি ঈদুল আজহার নামাজ আদায় করেছেন। শান্তিপূর্ণভাবে বৃহৎ এ জামাতে নামাজ আদায় করতে পেরে খুশি দিনাজপুরসহ দেশের বিভিন্ন স্থান থেকে আগত মুসল্লিরা। ছবি: জাগো নিউজ
-
বৃষ্টিতে ভিজেই রাজধানীর অলিগলিতে পশু কোরবানি দেয় রাজধানীবাসী। ছবি: জাগো নিউজ
-
বৃষ্টিতে ভিজেই রাজধানীর অলিগলিতে পশু কোরবানি দেয় রাজধানীবাসী। ছবি: জাগো নিউজ
-
২৪ ঘণ্টার মধ্যে অপসারণের চ্যালেঞ্জ নিয়ে শুরু হয়েছে কোরবানির পশুর বর্জ্য অপসারণের কাজ। এ লক্ষ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে কাজ করছেন ১৯ হাজারের বেশি পরিচ্ছন্নতাকর্মী। ছবি: জাগো নিউজ
-
রাজধানীর বিভিন্ন এলাকা থেকে কোরবানির পশুর চামড়া সংগ্রহ করা হচ্ছে। ছবি: জাগো নিউজ
-
ভারতের মণিপুরে সহিংসতায় বিধ্বস্ত এলাকায় গাড়ি বহর নিয়ে ঢুকতে দেওয়া হলো না রাহুল গান্ধীকে। আজ মণিপুর পৌঁছেই চূড়াচাঁদপুরের দিকে রওনা দেন কংগ্রেস নেতা। কিন্তু ইম্ফল থেকে মাত্র ২০ কিলোমিটার যেতেই তার গাড়িবহর আটকে দেওয়া হয়। ছবি: সংগৃহীত