আজকের আলোচিত ছবি: ২৮ জুন ২০২৩
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
রাত পোহালেই মুসলমানদের ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। অন্যান্য বছর এ সময়ে পশু কেনাবেচার ধুম থাকলেও বৃষ্টির বাগড়ায় বিপাকে পড়েছেন ক্রেতা বিক্রেতা। ছবি: জাগো নিউজ
-
থেমে থেমে বৃষ্টি হওয়ায় হাটে কাদা-পানি জমায় চলাচলে চরম দুর্ভোগের শিকার হচ্ছে তারা। বিকেলে রাজধানীর শনির আখড়া, কমলাপুর ও গোলাপবাগসহ কয়েকটি পশুর হাট ঘুরে এমন চিত্র দেখা গেছে। ছবি: জাগো নিউজ
-
রাজধানীর সদরঘাটে নেই ঈদযাত্রার চিরাচরিত ভিড়। ঈদুল আজহার আগের দিন নৌপথে রাজধানী ছাড়ার একমাত্র নদী বন্দরেও যাত্রীর তেমন চাপ নেই। চাপ না থাকলেও সকাল থেকেই রয়েছে যাত্রীর আনাগোনা। ছবি: জাগো নিউজ
-
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মঙ্গলবার থেকেই সরকারি ছুটি শুরু হয়েছে। এজন্য তার আগের দিন সোমবার বিকেল থেকেই রাজধানী ছেড়ে বাড়ি ফিরতে শুরু করে মানুষ। তবে আজ ঈদের আগের দিনেও বাড়ি ফিরছেন অনেকে। ঘরমুখী এসব মানুষ ভিড় করছে বাস টার্মিনালগুলোতে। ছবি: জাগো নিউজ
-
গাড়ি থামাতে বলার পরেও নির্দেশ না মানায় ১৭ বছরের এক কিশোরকে গুলি করে হত্যা করেছে প্যারিসের পুলিশ। এর প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে গোটা ফ্রান্স। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ, গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ছবি: সংগৃহীত