আজকের আলোচিত ছবি: ২৭ জুন ২০২৩
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদুল আজহা তথা কোরবানির ঈদ। এ ঈদ ঘিরে প্রতি বছরের মতো এবারও জমে উঠেছে রাজধানীর গাবতলী পশুর হাট। গত কদিন যারা হাটে এসে পছন্দের পশু ও দরদামের খোঁজখবর নিয়ে ফিরে গেছেন, তাদের এখন কেনার পালা। ছবি: জাগো নিউজ
-
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, দক্ষিণাঞ্চলের মানুষ ঈদে সবচেয়ে বেশি যাতায়াত করতেন লঞ্চে। কিন্তু পদ্মা সেতু চালু হওয়ার পর লঞ্চের যাত্রী সংখ্যা কমেছে। আজ সকাল সাড়ে ১১ টায় রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন নৌ প্রতিমন্ত্রী। ছবি: জাগো নিউজ
-
বাঙালিরা বীরের জাতি। তাই কোনো চাপের কাছে বাংলাদেশ মাথা নত করবে না। বরং মাথা উঁচু করে চলবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ সকালে চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ শেষে তিনি এ মন্তব্য করেন। ছবি: জাগো নিউজ
-
দীর্ঘদিন ধরে নিখোঁজ বা গুম হয়েছেন এমন দাবি করা কয়েকজন নেতাকর্মীর পরিবারকে ঈদ উপহার পাঠিয়েছে বিএনপি। রাজধানীর পল্লবী থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নূরে আলম, পল্লবী থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম তারা এবং ৭ ডিসেম্বর নয়াপল্টনে নিহত স্বেচ্ছাসেবক দল নেতা মকবুল হোসেনের পরিবারকে এই উপহার পাঠানো হয়েছে। ছবি: জাগো নিউজ
-
কোরবানির পশুর মাংস ও হাড় কাটার জন্য শক্ত কাঠের তৈরি খাইট্টার ব্যবহারই জনপ্রিয়। তাই ঈদুল আজহাকে সামনে রেখে ফরিদপুরের বিভিন্ন উপজেলার হাট-বাজারে খাইট্টা ব্যবসায়ীদের ব্যস্ততা বেড়েছে। ছবি: জাগো নিউজ
-
সশস্ত্র বিদ্রোহের অভিযোগে ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপ ও এর প্রধান ইভজেনি প্রিগোজিনের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করেছে রাশিয়া। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিদ্রোহ বন্ধে ওয়াগনারের সঙ্গে যে চুক্তি হয়েছে, সেটি বাস্তবায়নের প্রতিশ্রুতি দেওয়ার কয়েক ঘণ্টা পরেই আজ মামলাটি প্রত্যাহার করা হয়। ছবি: সংগৃহীত