আজকের আলোচিত ছবি: ২৬ জুন ২০২৩
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
সিআইপি নির্বাচিত হয়েছেন ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালা। ট্রেড ক্যাটাগরি থেকে চুয়াডাঙ্গা চেম্বারের প্রতিনিধি হিসেবে আজ রাজধানীর একটি অভিজাত হোটেলে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি তার হাতে সিআইপি কার্ড তুলে দেন। ছবি: জাগো নিউজ
-
শান্তিরক্ষা মিশনে নারীদের সমান অংশগ্রহণ নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন জাতিসংঘের শান্তি অভিযানের আন্ডার সেক্রেটারি জেনারেল জিন পিয়েরে ল্যাক্রোইক্স। আজ দুপুরে ঢাকার একটি পাঁচতারকা হোটেলে ‘ইউএন পিসকিপিং মিনিস্টিরিয়াল প্রিপারেটরি মিটিং অন উইমেনইন পিসকিপিং’ কর্মসূচির সমাপনী অধিবেশনে তিনি এ কথা জানান। ছবি: জাগো নিউজ
-
ঈদুল আজহা উপলক্ষে ঘরেফেরা মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ও নির্ধারিত সময়ে গমন নিশ্চিত করতে ২৪ ঘণ্টা সড়কে থাকবে ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, ওসিসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা। আজ দুপুর পুলিশ সদর দপ্তর ও ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে পরিদর্শন করেন আইজিপি। ছবি: জাগো নিউজ
-
এবার কোনো ধরনের ভোগান্তি ছাড়াই রাজবাড়ীর দৌলতদিয়াঘাট ব্যবহার করে পদ্মা পাড়ি দিয়ে রাজধানী ঢাকাসহ বিভিন্নস্থানে যাচ্ছে কোরবানির পশুবাহী ট্রাক। এতে খুশি গরু ব্যবসায়ী ও ট্রাকচালকরা। এদিকে, ঈদুল আজহার বাকি আর মাত্র দুইদিন। ঈদের দিন যতই ঘনিয়ে আসছে, ততই ঢাকামুখী পশুবাহী ট্রাকের চাপ বাড়ছে। ছবি: জাগো নিউজ
-
ভূমিধসে রাস্তা বন্ধ, ১৫ কিলোমিটারজুড়ে যানজট, হোটেলগুলোতে পা রাখার জায়গা নেই, কবে ফিরতে পারবেন সেটিও অনিশ্চিত- এমনই দুঃস্বপ্নের মতো সময় কাটাচ্ছেন হিমাচল প্রদেশে আটকে পড়া দুই শতাধিক পর্যটক। রোববার (২৫ জুন) রাজ্যের মান্ডি এবং কুল্লুকের মধ্যে সংযোগকারী জাতীয় মহাসড়কে ভূমিধসের কারণে যান চলাচল বন্ধ হয়ে গেলে আটকা পড়েন তারা। ছবি: সংগৃহীত