আজকের আলোচিত ছবি: ২৪ জুন ২০২৩
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
বিশ্ববিদ্যালয়ের কাজকে এগিয়ে নিতে উপাচার্যদের সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও দেশের ৪৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে ২০২৩-২৪ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) সই অনুষ্ঠানে এ কথা বলেন শিক্ষামন্ত্রী। ছবি: জাগো নিউজ
-
বাংলাদেশ পুলিশের আইজি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন বলেছেন, রোজার ঈদে যে নিরাপত্তা ব্যবস্থা ছিল সেটা মাথায় রেখে এবারও সাজিয়েছি। আজ দুপুরে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তায় আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পরিদর্শনে এসে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন আইজিপি। ছবি: জাগো নিউজ
-
রাজধানীতে আলাল উদ্দিন নামে এক ব্যক্তির ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে মৃত্যুর ঘটনায় নির্যাতনের অভিযোগ ওঠে। আলালের মৃত্যুর পর এ ঘটনায় ৯ দিন পর প্রতিক্রিয়া জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। আজ ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। ছবি: জাগো নিউজ
-
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম আজ বিএনপির নয়াপল্টন কার্যালয়ের নিচ তলায় খালেদা জিয়া মুক্তি পরিষদ আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন। ছবি: জাগো নিউজ
-
রাশিয়ার ভোরেনেজ অঞ্চলের একটি তেলের ডিপোতে আগুন লাগার ঘটনা ঘটেছে। দেশটির যে দুইটি শহরের সামরিক স্থাপনা ওয়াগনার বাহিনী দখলে নিয়েছে বলে মনে করা হয় তার মধ্যে একটি হলো ভোরেনেজ। ছবি: সংগৃহীত