আজকের আলোচিত ছবি: ২২ জুন ২০২৩
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
আওয়ামী লীগের ভোট চুরি করা লাগে না বলে দাবি করেছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আওয়ামী লীগ এমনিই ভোট পায়। আজ গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভার সূচনা বক্তব্যে এসব কথা বলেন তিনি। ছবি: ইয়াসিন কবির জয়
-
আধিপত্যবাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার লড়াইকে চীন সবসময় সম্মান করে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। আজ স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এ সময় এসব কথা বলেন চীনা রাষ্ট্রদূত। ছবি: জাগো নিউজ
-
তিন দিনের মধ্যে একদিনে জমা পানি ফেলে দেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। আজ রাজধানীরতে ডিএনসিসি ও বন অধিদপ্তরের যৌথভাবে বৃক্ষরোপণ অভিযানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান মেয়র আতিকুল ইসলাম। ছবি: জাগো নিউজ
-
ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, পশুবাহী ট্রাক কোন হাটে যাবে সে ব্যপারে ট্রাকের সামনে ব্যানার টানানো থাকবে। হাটে নেওয়ার জন্য গরু নিয়ে টানাটানি করা যাবে না। আজ ডিএমপি সদর দপ্তরে সম্মেলন কক্ষে আসছে ঈদুল আজহা উপলক্ষে ঈদযাত্রা আইনশৃঙ্খলা রক্ষা এবং ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ছবি: জাগো নিউজ
-
ঈদুল আজহায় নগরবাসীর পশু কোরবানি সহজ করতে রাজধানীর দুই সিটিতে ১৯টি হাট বসছে এবার। হাটের প্রস্তুতি প্রায় শতভাগ সম্পন্ন হয়েছে। কয়েকটি হাটের কিছু কাজ বাকি থাকলেও দিনরাত চলছে কর্মজজ্ঞ। শুক্রবার (২৩ জুন) থেকেই বেচা-কেনা শুরু হবে। ছবি: জাগো নিউজ
-
চীনের একটি রেস্টুরেন্টে বিস্ফোরণের ঘটনায় ৩১ জন নিহত হয়েছে। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের একটি বারবিউ রেস্টুরেন্টে ওই দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণে প্রাণহানির ঘটনায় এখন পর্যন্ত ৯ জনকে আটক করা হয়েছে। ছবি: সংগৃহীত