আজকের আলোচিত ছবি: ২১ জুন ২০২৩
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পতেঙ্গা জেটিতে যুক্ত হয়ে বাংলাদেশ কোস্টগার্ডের দুটি নবনির্মিত ইনশোর পেট্রোল ভেসেল, দুটি টাগবোট ও একটি ভাসমান ক্রেন নৌযান কমিশনিং অনুষ্ঠানে বক্তব্য রাখেন। ছবি: ইয়াসিন কবির জয়
-
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘যারা দেশে অপরাধ করেছে, দেশ ছেড়ে পালিয়েছে, তারা বিদেশে গিয়ে এখন মানবাধিকারের বিরাট প্রবক্তা হয়ে গেছে। কেউ কেউ দুর্নীতির প্রবক্তাও হয়ে গেছে।’ আজ দুপুরে গণভবনে সুইজারল্যান্ড ও কাতার সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ছবি: ইয়াসিন কবির জয়
-
শান্তিপূর্ণ পরিবেশে সিলেট ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। আজ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) চলে ভোটগ্রহণ। ছবি: জাগো নিউজ
-
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের পদত্যাগে যা কিছু করতে হয় জনগণ তাই করবে বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই। আজ সকাল ১০টায় রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটের সামনে গণমিছিল শুরুর আগে দেওয়া বক্তব্যে তিনি একথা বলেন। ছবি: জাগো নিউজ
-
নানান অনুষ্ঠানের মধ্যে দিয়ে কলকাতার রাজভবনে প্রথমবার ধুমধাম করে উদযাপিত করা হলো ‘পশ্চিমবঙ্গ দিবস’। মঙ্গলবার (২০ জুন) পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসের উপস্থিতিতে এনসিসির প্রতিনিধিদের প্যারেডের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। ি ছবি: সংগৃহীত