আজকের আলোচিত ছবি: ১৮ জুন ২০২৩
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন একটি স্বাধীন ও সার্বভৌম দেশ হিসেবে বাংলাদেশ কখনোই বাইরের কোনো হস্তক্ষেপের কাছে মাথা নত করবে না। ১৮ জুন স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তার অফিসে আয়োজিত বিশেষ দরবার (সমাবেশ) অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ছবি: ইয়াসিন কবির জয়
-
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বরিশাল সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আবদুল্লাহ (খোকন সেরনিয়াবাত) সপরিবারে ১৮ জুন গণভবনে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় নবনির্বাচিত মেয়র খোকন সেরনিয়াবাত প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। ছবি: ইয়াসিন কবির জয়
-
পবিত্র ঈদুল আজহার ছুটি একদিন বাড়াতে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সুপারিশকে যৌক্তিক বলে মনে করছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। ১৮ জুন সচিবালয়ে ঈদুল আজহা উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ছবি: জাগো নিউজ
-
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, একটি সুখী-সমৃদ্ধ ও টেকসই অর্থনীতির দেশ গঠনের মৌলিক ভিত্তি হলো শান্তি, স্থিতিশীলতা, মানবাধিকার ও আইনের শাসন। ১৮ জুন বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউ আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। ছবি: জাগো নিউজ
-
ফিলিপাইনে একটি ফেরিতে আগুন ধরেছে। ওই ফেরিতে ১২০ জন যাত্রী ও ক্রু সদস্য ছিলেন। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণ করতে এবং সেখান থেকে লোকজনকে সরিয়ে নিতে উপকূলীয় রক্ষী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। ছবি: সংগৃহীত