আজকের আলোচিত ছবি: ১৭ জুন ২০২৩
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
বিমান যাত্রীদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সুইজারল্যান্ড থেকে দেশে ফেরার পথে বিমানের যাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন ও ছোট শিশুদেরকে কোলে নিয়ে আদর করেন। ছবি: ইয়াসিন কবির জয়
-
বিমানে প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে যাত্রীদের অনেকে আবেগাপ্লুত হন। কুশল বিনিময়ের পাশাপাশি যাত্রীদের অনেকে প্রানমন্ত্রীর কাছে তাদের বিভিন্ন সুবিধা-অসুবিধার কথা বলেন। প্রধানমন্ত্রী মনোযোগ দিয়ে শোনেন এবং সমাধানের আশ্বাস দেন। ছবি: ইয়াসিন কবির জয়
-
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, স্মার্ট নাগরিক না হলে স্মার্ট অর্থনীতি হবে না, স্মার্ট সরকার হবে না, স্মার্ট সমাজ হবে না। স্মার্ট নাগরিক তৈরি করবে মানুষ গড়ার কারিগর শিক্ষকরা। আজ সকালে পুরান বাজার ডিগ্রি কলেজ মিলনায়তনে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ছবি: জাগো নিউজ
-
বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ভোটের দিন হামলায় আহত ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ও দলটির নায়েবে আমির মুফতি ফয়জুল করীমের খোঁজ নিতে বরিশালে গিয়েছিলেন গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। ছবি: জাগো নিউজ
-
চলমান অর্থনৈতিক সংকটের মধ্যেই বিপাকে পড়েছে পাকিস্তানের টেক্সটাইলখাত। এমন পরিস্থিতিতে দেশটির টেক্সটাইলের রপ্তানি আয় চলতি বছরের মে মাসে ১৯ দশমিক ৫৭ শতাংশ কমে এক দশমিক ৩২ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। ছবি: সংগৃহীত