আজকের আলোচিত ছবি: ১৬ জুন ২০২৩
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
সুইজারল্যান্ডে সফররত বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জেনেভায় হোটেল প্রেসিডেন্ট মিটিং রুমে বৃহস্পতিবার (১৫ জুন ২০২৩) বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক ড. ওকনজো-ইওয়ালা সৌজন্য সাক্ষাৎ করেন। ছবি: ইয়াসিন কবির জয়
-
ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারত থেকে আসা ১০ হাজার ৭৫০ কেজি (১১ টন) চিনি জব্দ করেছে পুলিশ। আজ দুপুরে উপজেলার কুটি ইউনিয়নের কাঠেরপুল এলাকায় অভিযান চালিয়ে একটি কাভার্ডভ্যান ও দুটি পিকআপে তল্লাশি করে এসব চিনিসহ তাদের আটক করা হয়। ছবি: আবুল হাসনাত মো. রাফি
-
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যানবাহন প্রবেশ সীমিত করার উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এজন্য বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ পাঁচটি প্রবেশপথে ‘নিরাপত্তা ও নজরদারি বক্স’ স্থাপন করা হয়েছে। ছবি: জাগো নিউজ
-
যতই ছলচাতুরী করুক না কেন, শেখ হাসিনার অধীনে দেশে আর কোনো নির্বাচন করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। আজ ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত পদযাত্রা-পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ছবি: জাগো নিউজ
-
ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার জগদ্দল পাথরের মতো জনগণের ওপর চেপে বসেছে। আজ জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত প্রতিবাদ সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারা এসব কথা বলেন। ছবি: রাসেল মাহমুদ
-
শক্তিশালী টর্নেডোর আঘাতে লন্ডভন্ড হয়ে গেছে যুক্তরাষ্ট্রের টেক্সাস। বৃহস্পতিবার (১৫ জুন) মার্কিন অঙ্গরাজ্যটির উত্তরাংশে ভয়াবহ এ ঝড়ের আঘাতে তিনজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও অন্তত ১০০ জন। ছবি: সংগৃহীত