আজকের আলোচিত ছবি: ১৫ জুন ২০২৩
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আজ বঙ্গভবনে পাবনা জেলার উন্নয়নে গৃহীত বিভিন্ন প্রকল্প উপস্থাপনা প্রত্যক্ষ করেন। ছবি: ইয়াসিন কবির জয়
-
সুইজারল্যান্ডে সফররত বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ জেনেভায় প্রধানমন্ত্রী তার সফরকালীন আবাসস্থল ‘প্রেসিডেন্ট হোটেলে’ বিভিন্ন সংস্থা প্রধান এবং অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গের সঙ্গে মধ্যাহ্ন ভোজে অংশ নিয়ে অতিথিদের সঙ্গে গ্রুপ ছবিতে অংশগ্রহণ করেন। ছবি: ইয়াসিন কবির জয়
-
দেশের সুষ্ঠু নির্বাচন নিয়ে বিরূপ মন্তব্য প্রত্যাহারসহ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে ক্ষমা চাইতে হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশ কৃষক লীগের তিন মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ছবি: জাগো নিউজ
-
জাতীয় নির্বাচন ঘিরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাঁধে অর্পিত দায়িত্বের সবধরনের আগাম প্রস্তুতি নেওয়া হয়েছে। আজ দুপুরে বিজিবি সদরদপ্তরে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৫৩তম সীমান্ত সম্মেলন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। গত ১১ থেকে ১৪ জুন ভারতের নয়াাদিল্লিতে চার দিনব্যাপী সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হয়। ছবি: জাগো নিউজ
-
ভারতের পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা হওয়ার পর থেকে রাজ্যের বিভিন্ন জেলা থেকে হতাহতের খবর আসছে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনেও একজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার প্রথম দিন গত ৯ জুনও একজন নিহত হয়। ছবি: সংগৃহীত