আজকের আলোচিত ছবি: ১৪ জুন ২০২৩
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বঙ্গভবনে তোশাখানা জাদুঘর পরিদর্শন করেছেন। আজ দুপুরে তিনি জাদুঘরের বিভিন্ন কক্ষের স্থাপনা পরিদর্শন করেন। তিনি সেখানে প্রায় ৩০ মিনিট অবস্থান করেন। ছবি: পিআইডি
-
চারদিনের সফরে সুইজারল্যান্ডের জেনেভায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরকালে তিনি ‘ওয়ার্ল্ড অব ওয়ার্ক সামিট: সোশ্যাল জাস্টিস ফর অল’ শীর্ষক সম্মেলনে যোগ দেবেন। ছবি: পিআইডি
-
বাংলাদেশ নৌবাহিনীর সোয়াড্স কমান্ড, সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড এবং যুক্তরাষ্ট্র নৌবাহিনীর স্পেশাল ফোর্সের মধ্যে যৌথ প্রশিক্ষণ ও মহড়া ‘এক্সারসাইজ টাইগার শার্ক-৪০’ এর সমাপনী অনুষ্ঠিত হয়েছে। আজ চট্টগ্রামে বানৌজা নির্ভীকে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছবি: আইএসপিআর
-
ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে সচেতনতার বিকল্প নেই বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। তিনি বলেন, এডিস মশা সবার জন্যই হুমকি। এ বিষয়ে সচেতন হতে হবে। সচেতনতার মাধ্যমে ডেঙ্গু পুরোপুরি নিয়ন্ত্রণে রাখা সম্ভব। ছবি: জাগো নিউজ
-
আজ পরিবেশ অধিদপ্তরে ‘সবাই মিলে করি পণ, বন্ধ হবে প্লাস্টিক দূষণ’ স্লোগানে বিশ্ব পরিবেশ দিবস ২০২৩ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন। ছবি: সংগৃহীত
-
বিএনপির লিয়াজোঁ কমিটির সঙ্গে বাংলাদেশ লেবার পার্টির প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেল সাড়ে ৩টায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে এ বৈঠক হয়। ছবি: জাগো নিউজ