আজকের আলোচিত ছবি: ১০ জুন ২০২৩
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
ইভিএমে কোনো ভূত-প্রেত নেই। এটা সবচেয়ে নিরাপদ পদ্ধতি, সব বিচার বিশ্লেষণ করে কিছু পাওয়া যায়নি। আজ দুপুর ২টায় সিলেটে নগরের মেন্দিবাগের জালালাবাদ গ্যাস অডিটোরিয়ামে সিলেট সিটি করপোরেশন নির্বাচন নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল এসব কথা বলেন। ছবি: ছামির মাহমুদ
-
বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে সব ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে নগরীতে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। শনিবার (১০ জুন) দুপুরে ১০ প্লাটুন বিজিবি নগরীতে পৌঁছায়। ছবি: শাওন খান
-
চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর, আবেদন ফি ২০০ টাকায় নামিয়ে আনাসহ তিন দফা দাবিতে শাহবাগ মোড়ে অবরোধ করেছেন চাকরিপ্রত্যাশীরা। আজ দুপুরে ১টার দিকে এ কর্মসূচি শুরু করেন তারা। বিকেল ৫টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ অবরোধ কর্মসূচি চলছিল। ছবি: জাগো নিউজ
-
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, নিরপেক্ষ নির্বাচনের পূর্বশর্ত নিরপেক্ষ সরকার। তাই তত্ত্বাবধায়ক সরকারের দাবি মানতে হবে। আজ বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জামায়াত ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। ছবি: জাগো নিউজ
-
সব ঠিকঠাক থাকলে চলতি বছরের শেষের দিকে নির্বাচন হওয়ার কথা পাকিস্তানে। তার আগে গত শুক্রবার (৯ জুন) শেষবারের মতো পূর্ণাঙ্গ বাজেট পেশ করলেন দেশটির অর্থমন্ত্রী ইসহাক দার। তবে নির্বাচনমুখী বাজেটে বড় কোনো চমকের পথে হাঁটেনি শাহবাজ শরীফের সরকার। ছবি: সংগৃহীত