আজকের আলোচিত ছবি: ৯ জুন ২০২৩
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। ছবি: ইয়াসিন কবির জয়
-
তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, আমরা কোনো সংলাপের কথা বলিনি। আজ দুপুরে রাজধানীর মতিঝিলে সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। ছবি: জাগো নিউজ
-
বাংলাদেশের রাজনীতির ‘রহস্য পুরুষ’ ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সিরাজুল আলম খান আর নেই। আজ দুপুর সোয়া ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। লাইফ সাপোর্টে ছিলেন তিনি। ছবি: সংগৃহীত
-
রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মায় ধরা পড়েছে ২৭ কেজি ওজনের একটি বাঘাইড়। আজ সকালে দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট সংলগ্ন স্থানে জব্বার হালদার নামের এক জেলের জালে মাছটি ধরা পড়ে। জব্বার হালদার জানান, মাছটি বিক্রির জন্য রওশন মোল্লার আড়তে নিয়ে গেলে এক হাজার ৪০০ টাকা কেজি দরে ৩৮ হাজার ৫০০ টাকায় এটি বিক্রি হয়। ছবি: রুবেলুর রহমান
-
ইউক্রেনে রাতভর বিমান হামলা চালিয়েছে রাশিয়া। এতে এখন পর্যন্ত একজন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, রুশ হামলায় একজন নিহত এবং আরও তিনজন আহত হয়েছে। হামলায় চারটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ছবি: সংগৃহীত