আজকের আলোচিত ছবি: ৭ জুন ২০২৩
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
প্রচণ্ড গরমের মধ্যে লোডশেডিংয়ের কারণে মানুষ কষ্ট পাচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দুইদিনের মধ্যে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। দশ থেকে ১৫ দিন পর দেশে আর বিদ্যুতের কষ্ট থাকবে না। আজ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে আওয়ামী লীগের আলোচনা সভায় এ কথা বলেন প্রধানমন্ত্রী। ছবি-পিআইডি
-
দ্বাদশ জাতীয় নির্বাচন সামনে রেখে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন তথা গণতন্ত্রের স্বার্থে সংলাপের কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, সংলাপ চলমান থাকবে। সংলাপের বিকল্প নেই। আমরা মনে করি, সবকিছুই সংলাপ ও আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। আজ দুপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সদরদপ্তরে স্বাধীনতা পুরস্কার-২০২৩ উদযাপন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ছবি-সংগৃহীত
-
বর্তমানে দেশের অর্থনীতি চকচকে, কিন্তু গভীরতা কম, সামান্য ধুলো-বাতাসে এটা কেঁপে ওঠে উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, এখন অর্থনীতির গভীরতা বাড়াতে হবে। আজ রাজধানীর বনানীতে হোটেল শেরাটনে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) আয়োজিত জাতীয় পরিসংখ্যান উন্নয়ন কৌশলপত্র প্রণয়ন শীর্ষক কর্মশালায় তিনি এ কথা বলেন। ছবি-সংগৃহীত
-
বংশীবাদক বাবলু। বাঁশি বাবলু নামেও পরিচিত। পুরো নাম হাদী বাবুল আক্তার বাবলু। প্রায় ২০ বছরেরও বেশি সময় বাঁশি বাজিয়ে মানুষকে বিনোদন দিয়ে চলছেন। শুধু কি তাই এই বাঁশির সুরের মধ্যেও রয়েছে তার বিরহের স্মৃতি। ফরিদপুরের রুদ্রবানা গ্রামে বেড়ে ওঠা বাবলুর। হাদি আতিউর রহমানের ছেলে সদা হাস্যোজ্জল বিনয়ী বাবলু একজন ফুটবল খেলোয়াড়ও। দর্জি কারিগর ও কৃষি কাজের পাশাপাশি তার রয়েছে শখের অতি আদরের দাবুড়ে ঘোড়া। আশপাশে ঘোড়দৌড় প্রতিযোগিতায় দাবুড়ে ঘোড়া নিয়ে অংশ নেন তিনি। ছবি-জাগো নিউজ
-
উন্নয়নের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সিভিল রেজিস্ট্রেশন (জন্ম-মৃত্যু নিবন্ধন) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম। আজ ঢাকার একটি অভিজাত হোটেলে দক্ষিণ এশিয়ার সিভিল রেজিস্ট্রেশন প্রফেশনালদের তৃতীয় আঞ্চলিক কনফারেন্স উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি-২০৩০ বাস্তবায়নের জন্য অগ্রগতি, চ্যালেঞ্জ, সুযোগ এবং কর্মপরিকল্পনা ত্বরান্বিতকরণের জন্য সিভিল রেজিস্ট্রেশন ভাইটাল স্ট্যাটিসটিক্স বা সিআরভিএস বেশ কার্যকর। এজন্য বাংলাদেশে জন্ম ও মৃত্যু নিবন্ধনের আইন প্রণয়ন করা হয়েছে। ছবি-সংগৃহীত