আজকের আলোচিত ছবি: ৬ জুন ২০২৩
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
একনেক চেয়ারপার্সন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ সকালে এনইসি সম্মেলন কক্ষে ২০২২-২০২৩ অর্থবছরের ১৪তম একনেক সভা অনুষ্ঠিত হয়। ছবি: ইয়াসিন কবির জয়
-
ধর্ম নিয়ে অপপ্রচার রুখতে আলেম সমাজকেই অগ্রণী ভূমিকা রাখতে হবে বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। আজ রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ মিলনায়তনে আয়োজিত এক ওলামা-মাশায়েখ সম্মেলন ও প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন প্রতিমন্ত্রী। ছবি: জাগো নিউজ
-
১০ জুন কর্মসূচি পালনে সহযোগিতার আবেদন নিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কার্যালয়ে যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল। আজ দুপুরে সংগঠনটির ঢাকা মহানগর দক্ষিণ শাখার পরিচালক (প্রচার ও মিডিয়া) আশরাফুল আলম ইমন এ তথ্য জানান। ছবি: জাগো নিউজ
-
নিজের বিরুদ্ধে ওঠা অবৈধ সম্পদ অর্জন, সিটি করপোরেশনের কাজে অনিয়ম, দুর্নীতিসহ বেশ কিছু অভিযোগ মিথ্যা দাবি করেছেন গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। দুর্নীতির অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে আজ সকাল ১০টার পরে সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশনে (দুদক) হাজির হন জাহাঙ্গীর আলম। ছবি: জাগো নিউজ
-
নিজেদের তৈরি করা প্রথম হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘ফাত্তাহ’ উন্মোচন করেছে ইরান। মঙ্গলবার (৬ জুন) সকালে তেহরানে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও একাধিক ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তার উপস্থিতিতে আধুনিক ক্ষেপণাস্ত্রটি উন্মোচন করে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। ছবি: সংগৃহীত