আজকের আলোচিত ছবি: ৫ জুন ২০২৩
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার (৫ জুন ২০২৩) গণভবন প্রাঙ্গনে বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা ২০২৩ এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান বৃক্ষমেলা ২০২৩ এর উদ্বোধনী উপলক্ষ্যে বৃক্ষরোপণ করেন। ছবি: ইয়াসিন কবির জয়
-
আজ রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। ছবি: মাহবুব আলম
-
আজ বিকেল থেকে দেশের দ্বিতীয় বৃহত্তম সোনামসজিদ স্থলবন্দর দিয়ে এ পেঁয়াজ আমদানি শুরু হয়। এরইমধ্যে পেঁয়াজ ভর্তি ১০-১২টি ট্রাক সোনামসজিদ স্থলবন্দরে প্রবেশ করেছে। ছবি: সোহান মাহমুদ
-
বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা ২০২৩ এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৩ উপলক্ষ্যে সারাদেশে বৃক্ষরোপণ অভিযান শুরু করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। সোমবার (৫ জুন) সকাল ১০ টায় বাহিনীর খিলগাঁও সদর দপ্তরে ঢাকায় গাছের চারা রোপণ করে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৩’ উদ্বোধন করেন আনসার ও ভিডিপি’র মহাপরিচালক মেজর জেনারেল একেএম আমিনুল হক। ছবি: জাগো নিউজ
-
চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশে ভূমিধসের ঘটনায় ১৪ জন নিহত হয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছে আরও পাঁচজন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার ওই দুর্ঘটনা ঘটেছে। এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ছবি: সংগৃহীত