আজকের আলোচিত ছবি: ১ জুন ২০২৩
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আজ জাতীয় সংসদ ভবনে তার অফিসকক্ষে ২০২৩-২০২৪ অর্থবছরের অর্থবিলে স্বাক্ষর করেন। ছবি: ইয়াসিন কবির জয়
-
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ দুপুরে জাতীয় সংসদ ভবনের মন্ত্রিসভা কক্ষে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে ২০২৩-২০২৪ অর্থবছরের অর্থবিলে স্বাক্ষর করেন। ছবি: ইয়াসিন কবির জয়
-
প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালকে সঙ্গে নিয়ে আজ বিকেলে একাদশ জাতীয় সংসদের ২৩তম অধিবেশনে ২০২৩-২৪ অর্থবছরের বাজেট অধিবেশনে যোগ দেন। ছবি: ইয়াসিন কবির জয়
-
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে যথেষ্ট বলে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানিয়েছেন, এখন আমাদের রিজার্ভ ২৯ দশমিক ৯৭ বিলিয়ন ডলার। এ রিজার্ভ দিয়ে যা সাড়ে চার মাসের বেশি সময়ের আমদানি ব্যয় মেটানো যাবে। আজ জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট উপস্থাপনকালে তিনি একথা জানান। ছবি: জাগো নিউজ
-
নীলফামারীতে রেলের প্রস্তাবিত দিবাকালীন ট্রেনের নাম ‘নীলফামারী এক্সপ্রেস’ করার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। আজ দুপুরে নীলফামারী রেল স্টেশনে তিতুমীর এক্সপ্রেস আটকিয়ে তারা বিক্ষোভ করেন। ছবি: রাজু আহম্মেদ
-
মার্কিন বংশোদ্ভূত এক ইসরায়েলি নারী দীর্ঘ ২২ বছর ধরে কোমায় ছিলেন। অবশেষে মৃত্যুর কাছে পরাজিত হতে হলো তাকে। দুই দশকের বেশি সময় আগে জেরুজালেমের একটি পিজ্জা রেস্টুরেন্টে এক আত্মঘাতী হামলার শিকার হন তিনি। এরপর বছরের পর বছর ধরে কোমায় থাকতে হয়েছে তাকে। কিন্তু শেষ পর্যন্ত আর বাঁচানো গেল না ওই নারীকে। ছবি: সংগৃহীত