আজকের আলোচিত ছবি: ৩১ মে ২০২৩
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
ঈদুল আজহার সময় লঞ্চে মোটরসাইকেল পারাপারে কোনো নিষেধাজ্ঞা থাকছে না বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। আজ সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সুষ্ঠুভাবে নৌযান চলাচল এবং যাত্রী নিরাপত্তা সংক্রান্ত ঈদ ব্যবস্থাপনা কমিটির বৈঠক শেষে তিনি এ কথা জানান। ছবি: পিআইডি
-
যানজট থেকে নগরবাসীকে মুক্তি দিতে ও অফিসগামী যাত্রীদের সুবিধার্থে পূর্ব ঘোষণা অনুযায়ী নতুন সময়সূচিতে চলছে মেট্রোরেল। নতুন সূচি অনুযায়ী আজ সকাল ৮টা থেকে মেট্রোরেল চলাচল শুরু হয়। চলবে রাত ৮টা পর্যন্ত। এ সূচিতে মঙ্গলবারের পরিবর্তে মেট্রোরেলের সাপ্তাহিক ছুটি শুক্রবার নির্ধারণ করা হয়েছে। ছবি: জাগো নিউজ
-
তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানের বিরুদ্ধে করা দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলার সাক্ষ্যগ্রহণ চলার সময় আইনজীবীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন বিএনপিপন্থি আইনজীবীরা। আজ দুপুর ২টার পর ঢাকা মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করেন তারা। ছবি: জাগো নিউজ
-
কোনো প্রার্থীকে হারিয়ে বা জিতিয়ে দেওয়ার দায়িত্ব নির্বাচন কমিশনের নয় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। আজ দুপুরে খুলনা সরকারি মহিলা কলেজ অডিটরিয়ামে সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের সঙ্গে ব্রিফিংয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ছবি: আলমগীর হান্নান
-
আন্তর্জাতিক পরিবেশ দিবস সামনে রেখে পরিবেশের ভারসাম্য রক্ষা ও জনমানুষকে সচেতন করতে ব্যবহৃত প্লাস্টিক রিসাইক্লিং ক্যাম্পেইনের উদ্যোগ নিয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপ। রাজধানীসহ দেশের ২৪টি জেলার ব্যবহৃত প্লাস্টিক সংগ্রহে ‘লেটস সেভ দ্য প্ল্যানেট’ নামে দিনব্যাপী এ ক্যাম্পেইন পরিচালিত হবে। ছবি: জাগো নিউজ