আজকের আলোচিত ছবি: ২৬ মে ২০২৩
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
জয়লাভের পর গাজীপুর সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র জায়েদা খাতুন বলেছেন, আমার এ বিজয় গাজীপুরবাসী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিলাম। বৃহস্পতিবার দিনগত রাত ৪টার সময় তার নিজ বাড়িতে জায়েদা খাতুন সংবাদ সম্মেলনে এ কথা বলেন। এসময় তার পাশে ছিলেন সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। ছবি: জাগো নিউজ
-
অবাধ, নিরপেক্ষ নির্বাচনের জন্য সহযোগিতার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেছেন, যেসব বন্ধুরাষ্ট্র বাংলাদেশে অবাধ, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক নির্বাচনের বিষয়ে আগ্রহী তারা বাংলাদেশের প্রতি বন্ধুত্বপূর্ণ সহযোগিতার হাত প্রসারিত করুন। আজ জয়পুরহাট-২ নির্বাচনী এলাকার এক উঠোন বৈঠক ও দোয়া মাহফিলে এ আহ্বান জানান তিনি। ছবি: জাগো নিউজ
-
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের মাধ্যমে সরকার সুষ্ঠু নির্বাচন দেখানোর চেষ্টা করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, গাজীপুরের নির্বাচন নিয়ে অনেক কথা বলা যায়। একটা সুষ্ঠু নির্বাচন দেখাতে হবে, তাই গাজীপুরে সরকার সেটা দেখিয়েছে। আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ছবি: জাগো নিউজ
-
রাজধানীর খিলগাঁওয়ে ল্যাভেন্ডারকে আড়াই লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শুক্রবার (২৬ মে) প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়। ‘লিরা ইমপোর্টস’র স্টিকার নকল করে ৩৩ ধরনের বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের প্রসাধনী সামগ্রী বিক্রি করে আসছিল প্রতিষ্ঠানটি। ছবি: জাগো নিউজ
-
ইউক্রেনের পূর্বাঞ্চলে নিপ্রো শহরের একটি হাসপাতালে আঘাত হেনেছে রাশিয়ার ক্ষেপণাস্ত্র। আঘাতে ১ জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হামলার কথা নিশ্চিত করেছেন। ছবি: সংগৃহীত