আজকের আলোচিত ছবি: ২৪ মে ২০২৩
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে কাতারের রাজধানী দোহায় রেফেলস্ হোটেলের হল রুমে কাতার ইকোনমিক ফোরাম আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন। ছবি: ইয়াসিন কবির জয়
-
সৌদি আরব স্থিতিশীল সরকার এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির ভালো রেকর্ড থাকায় বাংলাদেশে বিভিন্ন খাতে বড় আকারের বিনিয়োগের প্রস্তাব দিয়েছে। সৌদি আরবের বিনিয়োগ মন্ত্রী খালিদ এ আল-ফালিয়াহ এবং অর্থনীতি ও পরিকল্পনা মন্ত্রী ফয়সাল আলিব্রাহিম আজ দোহায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার অবস্থানরত ভবনে সাক্ষাৎ করার সময় এ প্রস্তাব দেন। ছবি: ইয়াসিন কবির জয়
-
নির্বাচন নিয়ে কিছু বিতর্ক থাকবেই বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম। স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। আজ দুপুরে সচিবালয়ে মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে জাতিসংঘের প্রতিনিধিদল। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তাজুল ইসলাম। ছবি: ইসমাইল হোসেন রাসেল
-
বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেছেন, বিএনপি এখনো সরকার পতনের আন্দোলন শুরু করেনি। আমরা এখনো কোনো হরতাল ও সরকার পতনের আন্দোলন শুরু করিনি। ১০ দফা বাস্তবায়নে আন্দোলন করে যাচ্ছি, যা শিগগির এক দফায় পরিণত হবে। বুধবার (২৪ মে) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ইয়ুথ ফোরাম আয়োজিত ‘জাতীয় নির্বাচনকালীন নির্দলীয় সরকার ব্যবস্থা কেন’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ছবি: জাগো নিউজ
-
তীব্র গরমে অতিষ্ঠ উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকা। সেখানকার প্রায় বেশিরভাগ এলাকাতেই তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, তাপমাত্রা কমার কোনো লক্ষণ নেই। আর তাপপ্রবাহের কারণে অসুস্থ হয়ে পড়েছে বহু মানুষ। ছবি: সংগৃহীত