আজকের আলোচিত ছবি: ১৯ মে ২০২৩
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রাজধানীর আশকোনা এলাকার হাজী ক্যাম্পে হজ কর্মসূচি-২০২৩ উদ্বোধন করেছেন। হজ কর্মসূচির উদ্বোধন করে প্রধানমন্ত্রী বাংলাদেশের জনগণের জন্য হজযাত্রীদের কাছে দোয়া চেয়েছেন যাতে দেশের মানুষের ভাগ্য নিয়ে কেউ ছিনিমিনি খেলতে না পারে। ছবি: ইয়াসিন কবির জয়
-
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু বাংলাদেশের নেতা নয়, বিশ্বনেতাও এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। আজ দুপুরে চট্টগ্রামে বেসরকারি ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির সেশন ওপেনিং অনুষ্ঠানে বক্তব্য দেওয়া শেষে এ মন্তব্য করেন তিনি। ছবি: জাগো নিউজ
-
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে প্রচারণাকালে বাধা, গাড়ি ভাঙচুর ও কর্মীদের মারধরের প্রতিবাদে গাজীপুরে সংবাদ সম্মেলন করেছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী জায়েদা খাতুন। আজ দুপুরে নগরীর তার ছয়দানাস্থ বাসভবন প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রার্থী জায়েদা খাতুন এ সংবাদ সম্মেলন করেন। এ সময় তার প্রধান নির্বাচনী এজেন্ট সাবেক মেয়র মো. জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন। ছবি: আমিনুল ইসলাম
-
‘মানুষের মুখের ভাষা বুঝতে চেষ্টা করুন। নয়তো পালানোর রাস্তা খুঁজে পাবেন না। শুনছি আপনারা কীভাবে পালাবেন চিন্তা-ভাবনা করেছেন। আওয়ামী লীগকে উদ্দেশ্য করে এসব কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ছবি: মোবাশ্বির শ্রাবণ
-
পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার খরদহের দক্ষিণ পল্লী কালীমন্দির এলাকার বাসিন্দা শিবানী চক্রবর্তী। বয়স ৬০ বছর। তার শরীরে বাসা বেঁধেছে মরণব্যাধী ক্যানসার। সময়সীমা বেঁধে দিয়েছেন চিকিৎসকরা। এ অবস্থায় শিবানী চক্রবর্তীর শেষ ইচ্ছা, বলিউড বাদশাহ শাহরুখ খানের সঙ্গে একবার দেখা করা। তাকে কাছ থেকে দেখা। মৃত্যুর আগে প্রিয় অভিনেতাকে একবার ছুঁয়ে দেখা। ছবি: সংগৃহীত