আজকের আলোচিত ছবি: ১৮ মে ২০২৩
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসামান্য উদ্ভাবন ‘কমিউনিটি ক্লিনিককে জাতিসংঘ ‘দ্য শেখ হাসিনা ইনিশিয়েটিভ’ হিসেবে স্বীকৃতি দেওয়ায় আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট ও কমিউনিটি বেইজড হেলথ কেয়ার-এর সভাপতি অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে অভিনন্দন জানায়। ছবি: ইয়াসিন কবির
-
চলতি বছর জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত মন্ত্রিসভায় নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৬৪ দশমিক ৮১ শতাংশ। মন্ত্রিসভা বৈঠকে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের বিষয়ে ২০২৩ সালের প্রথম ত্রৈমাসিক (জানুয়ারি-মার্চ) প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠকে এ প্রতিবেদন উপস্থাপন করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এ তথ্য জানান। ছবি: সংগৃহীত
-
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, রাষ্ট্রদূতদের এখন বাড়তি নিরাপত্তার প্রয়োজন নেই, সেজন্যই তা প্রত্যাহার করা হয়েছে। আজ দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। ছবি: জাগো নিউজ
-
তামাকজনিত রোগে দেশে প্রতিদিন ৪৫০ জন মানুষ মারা যান বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী। এছাড়াও এ রোগে বছরে ১ লাখ ৬১ হাজার মানুষের মৃত্যু ঘটে বলে জানান তিনি। আজ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের একটি প্রতিনিধিদলের সঙ্গে ‘গণপরিবহন শতভাগ ধূমপানমুক্তকরণ এবং তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন’ বিষয়ক এক মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান। ছবি: জাগো নিউজ
-
ইউক্রেনের রাজধানী কিয়েভের আকাশে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। প্রায় ৩০টি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়। এ নিয়ে চলতি মাসে কিয়েভে নয়বার হামলা চালালো রুশ সেনারা। কিয়েভের কর্তৃপক্ষ জানিয়েছে, তারা প্রায় সবগুলো ক্ষেপণাস্ত্রই প্রতিহত করতে সক্ষম হয়েছে। তবে ক্ষেপণাস্ত্রে ধ্বংসাবশেষের কারণে দুই জেলায় বেশ কিছু ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে বলে জানানো হয়। ছবি: সংগৃহীত