আজকের আলোচিত ছবি: ১৭ মে ২০২৩
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
বাংলাদেশের অবকাঠামো ও সমুদ্রবন্দরের উন্নয়নে অব্যাহত সহযোগিতার আশ্বাস দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) নতুন রাষ্ট্রদূত আলী আব্দুল্লাহ খাসেফ আল হামুদি। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সাক্ষাৎকালে রাষ্ট্রদূত এ আশ্বাস দেন। ছবি: পিআইডি
-
১৭ মে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৪৩তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস। দিনটি উপলক্ষে নেতাকর্মীদের শুভেচ্ছায় সিক্ত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ গণভবনে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা জানান। ছবি: পিআইডি
-
সকাল থেকেই ঢাকার আকাশে ছিল মেঘের আনাগোনা। বেলা কিছুটা বাড়তেই মেঘে ঢেকে যায় পুরো আকাশ। এরপর শুরু হয় বৃষ্টি। ভ্যাপসা গরম আর তাপদাহের মধ্যে এ বৃষ্টি যেন নগরবাসীর জন্য স্বস্তিরই বার্তা। তবে সকালবেলার এ বৃষ্টিতে খানিক ভোগান্তিতে পড়তে দেখা গেছে অফিস কিংবা বিভিন্ন কর্মস্থলগামী মানুষদের। ছবি: মাহবুব আলম
-
আসন্ন বর্ষা মৌসুমে এডিসের বংশ বিস্তার রোধে জনসচেতনতামূলক কার্যক্রম শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। আজ রাজধানীর মিরপুর এক নম্বরের সনি সিনেমা হলের সামনে থেকে এ কার্যক্রম শুরু হয়। ছবি: জাগো নিউজ
-
বিদ্যুৎমিস্ত্রিদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ দিয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান আরএফএল গ্রুপের ক্যাবলস্ ব্র্যান্ড ‘বিজলী’। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে ‘বিজলী কারিগর স্বপ্নপূরণ’ কর্মসূচির আওতায় বিদ্যুৎমিস্ত্রিদের কারিগরি দক্ষতা উন্নয়নের জন্য দিনব্যাপী এ প্রশিক্ষণ দেওয়া হয়। দেশের বিভিন্ন স্থান থেকে প্রায় ৩০০ বিদ্যুৎমিস্ত্রি এতে অংশ নেন। ছবি: জাগো নিউজ
-
তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে আজ বিকেলে রাজধানী ঢাকায় পদযাত্রা কর্মসূচি পালন করে বিএনপি। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। ছবি: সংগৃহীত