আজকের আলোচিত ছবি: ১৪ মে ২০২৩
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
অতি প্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’ উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর ও সামান্য দুর্বল হয়েছে। আজ বিকেল ৩টায় ঘূর্ণিঝড়টির কেন্দ্র সিটুয়ের কাছ দিয়ে কক্সবাজার-উত্তর মিয়ানমার উপকূল অতিক্রম করে মিয়ানমারের স্থলভাগের ওপর অবস্থান করছে। ছবি: জাগো নিউজ
-
সাবেক শিল্প ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, অচিরেই ভোলা-বরিশাল সেতু নির্মাণ করা হবে। আজ দুপুরে জেলা আইনশৃঙ্খলা কমিটির উন্নয়ন সভায় তিনি এসব কথা বলেন। ছবি: জুয়েল সাহা বিকাশ
-
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের নিজ জেলায় সফরকে কেন্দ্র করে আনন্দে ভাসছে পাবনাবাসী। ১৫ মে চারদিনের সফরে তিনি পাবনা যাবেন। এ সফর ঘিরে পুরো পাবনায় সাজ সাজ রব। ব্যানার-ফেস্টুনে ছেয়েছে সড়ক-মহাসড়ক। ছবি: আমিন ইসলাম জুয়েল
-
অতি প্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’র তাণ্ডবে কেঁপে ওঠে সেন্টমার্টিনের ভবনগুলো। আশপাশের ভবনের টিনের চাল উড়ে গেছে। বিভিন্ন দুর্বল রিসোর্ট ভেঙে পড়েছে। সেখানে ঘণ্টায় ১৪৭ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়। ছবি: জাগো নিউজ
-
জামালপুরে অসহায় কৃষকের ধান কেটে দেন জামালপুর-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন। আজ দুপুরে নেতাকর্মীদের নিয়ে নরুন্দির হিন্দুপাড়ার হেলাল উদ্দিনের ৭৫ শতক জমির পাকা ধান কেটে মাড়াই করে দেন। ছবি: মো. নাসিম উদ্দিন
-
সিরিজ নির্ধারণী ম্যাচে চেমসফোর্ডে তৃতীয় ও শেষ ওয়ানডেতে আয়ারল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ। টস জিতে আইরিশ অধিনায়ক অ্যান্ডি বালবির্নি বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান। ছবি: সংগৃহীত