আজকের আলোচিত ছবি: ১৩ মে ২০২৩
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
আজ ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) ৬০তম কনভেনশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আইইবি প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছবি: পিআইডি
-
আগামীকাল রবিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে ঘূর্ণিঝড় মোখা আঘাত হানতে পারে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান। ছবি: পিআইডি
-
ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় চট্টগ্রাম মহানগরে সাত হাজার পুলিশ ফোর্স প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। পাশাপাশি নিয়ন্ত্রণকক্ষ চালু করেছে সিএমপি। ছবি: সংগৃহীত
-
সিনিয়র সহকারী জজ এবং সমপর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের জন্য আয়োজিত ১৪৯তম রিফ্রেসার কোর্সের উদ্বোধন করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। আজ রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি। ছবি: পিআইডি
-
নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান, বর্তমান সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্তসহ ১০ দফা দাবিতে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। আজ দুপুর আড়াইটায় নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ শুরু হয়। ছবি: জাগো নিউজ
-
রুদ্ধশ্বাস ম্যাচে ৪৫ ওভারে ৩২০ রান তাড়া করে অবিশ্বাস্য এক জয় ছিনিয়ে নিয়েছে বাংলাদেশ। চেমসফোর্ডে বৃষ্টিবিঘ্নিত সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আয়ারল্যান্ডকে ৩ উইকেট আর ৩ বল হাতে রেখে হারিয়েছে টাইগাররা। ছবি: সংগৃহীত