আজকের আলোচিত ছবি: ১২ মে ২০২৩
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
ভারত মহাসাগর অঞ্চলের দেশগুলোর মধ্যে পারস্পরিক আস্থা ও শ্রদ্ধা জোরদার এবং অংশীদারত্ব গড়ে তোলার বিষয়ে জোর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সন্ধ্যায় দুই দিনব্যাপী ইন্ডিয়ান ওশান কনফারেন্স (আইওসি) উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী একটি টেকসই পদ্ধতিতে রোহিঙ্গাদের নিজ বাসভূমিতে প্রত্যাবাসনে সক্রিয় বৈশ্বিক সহায়তা কামনা করেন। ছবি: জাগো নিউজ
-
আজ সকাল সাড়ে ১০টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে শুরু হয়েছে দুই দিনব্যাপী জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব। ‘করিস নে লাজ, করিস নে ভয়/ আপনাকে তুই করে নে জয়’-এমন প্রতিপাদ্যে শুরু হলো ৩৪তম জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব। ছবি: সংগৃহীত
-
‘উদ্বেগ, বিষণ্নতা, স্ট্রেস, অনিদ্রা, উচ্চ রক্তচাপ, হৃদরোগ ও স্ট্রোক জাতীয় সমস্যা নিরসনে বিদ্যমান চিকিৎসাব্যবস্থার পরিপূরক হিসেবে মেডিটেশন অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন দেশবরেণ্য চিকিৎসকরা। আজ সকালে রাজধানীর কাকরাইলে আইডিইবি মিলনায়তনে কোয়ান্টাম ফাউন্ডেশনে এ সেমিনারের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় অধ্যাপক ডা. শাহলা খাতুন। ছবি: সংগৃহীত
-
পেশাজীবী প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) ৬০ তম কনভেনশন আগামীকাল শনিবার (১৩ মে) অনুষ্ঠিত হবে। কনভেনশনের শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ ঢাকার রমনায় আইইবিতে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। ছবি: জাগো নিউজ
-
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের জামিন শুনানি চলছে ইসলামাবাদ হাইকোর্টে। এর আগে আদালতে জামিনের জন্য আবেদন করেন ইমরানের আইনজীবীরা। ছবি: সংগৃহীত