আজকের আলোচিত ছবি: ১১ মে ২০২৩
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি নৌবাহিনীকে সুনীল অর্থনীতির সম্ভাবনা কাজে লাগাতে নিরলস প্রয়াস চালানোর আহ্বান জানিয়েছেন। আজ বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন নৌবাহিনীর প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল। এসময় রাষ্ট্রপতি নৌবাহিনীর প্রধানকে এসব কথা বলেন। ছবি: সংগৃহীত
-
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোভিড মহামারী, ইউক্রেন যুদ্ধ এবং বৈশ্বিক সংকটের কারণে সৃষ্ট চ্যালেঞ্জ সত্ত্বেও জাতিসংঘের এসডিজি-৩ সহ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে বাংলাদেশ প্রতিশ্রæতিবদ্ধ। আজ রাজধানীর একটি হোটেলে নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ও চ্যাথাম হাউস কমিশনের কো-চেয়ার হেলেন ক্লার্ক তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী একথা বলেন। ছবি: ইয়াসিন কবির জয়
-
পটুয়াখালীর পায়রা বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল গোলাম সাদেক জানান, ঘূর্ণিঝড় মোখার সম্ভাব্য ক্ষতি মোকাবিলায় বন্দর কর্তৃপক্ষ কাজ করবে। এরই মধ্যে জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনকে এ বিষয় অবহিত করা হয়েছে। আজ সকালে পায়রা সমুদ্র বন্দরের সর্বশেষ অগ্রগতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। ছবি: আব্দুস সালাম আরিফ
-
মাছ ধরার নিষেধাজ্ঞার সময় বরফকল বন্ধ এবং কঠোরভাবে বাজার তদারকির নির্দেশ দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। আজ সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে এক সভায় সংশ্লিষ্টদের এ নির্দেশনা দেন তিনি। ছবি: জাগো নিউজ
-
কলকাতা হাইকোর্টের নতুন বিচারপতি শপথগ্রহণ করেছেন। আজ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি পদে শপথগ্রহণ করেন টি এস শিবজ্ঞানম। তাকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল সিভি আনন্দ বোস। আজ কলকাতা হাইকোর্টের ১ নং এজলাসে শপথগ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছবি: সংগৃহীত