আজকের আলোচিত ছবি: ৯ মে ২০২৩
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। মঙ্গলবার (৯ মে) সকালে বঙ্গভবনে এ সৌজন্য সাক্ষাৎ করেন মন্ত্রিপরিষদ সচিব। ছবি: সংগৃহীত
-
সরকারি পরিষেবা খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ড. এম এ ওয়াজেদ মিয়া ১১তম আন্তর্জাতিক স্বর্ণপদক পুরস্কার পেয়েছেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ. এইচ. এম. সফিকুজ্জামান। ছবি: জাগো নিউজ
-
সরকার ব্যবসা বান্ধব। তাই সরকারের নানামুখী উদ্যোগে দেশ খুব দ্রæত সব খাতে উন্নতি হচ্ছে বলে দাবি করেছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন। আজ দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোনে জার্মানভিত্তিক (এমআইইজেড) টেক্সটাইল কেমিক্যাল উৎপাদনকারী প্রতিষ্ঠান সিএইচটির উদ্বোধনে তিনি এসব কথা বলেন। ছবি: জাগো নিউজ
-
আগামী বছরগুলোতে প্রতিযোগিতামূলক বাজারে সক্ষমতা বাড়াতে বাংলাদেশ পোশাকশিল্পে বৈচিত্র্যকরণ, প্রযুক্তির মানোন্নয়ন প্রভৃতি বিষয়কে অগ্রাধিকার দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির সভাপতি ফারুক হাসান। আজ ঢাকায় এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ছবি: জাগো নিউজ
-
ভারতের মধ্য প্রদেশে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২২ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। আজ খারগোনে এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র। ছবি: সংগৃহীত