আজকের আলোচিত ছবি: ৭ মে ২০২৩
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
যুক্তরাজ্য সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আজ সকালে লন্ডনের ক্ল্যারিজ হোটেলের সভা কক্ষে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার সৌজন্য সাক্ষাৎ করেন। ছবি: ইয়াসিন কবির জয়
-
যুক্তরাজ্য সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আজ সকালে লন্ডনের ক্ল্যারিজ হোটেলের সভা কক্ষে কমনওয়েলথ সেক্রেটারি জেনারেল ব্যারনেস প্যাট্রিসিয়া স্কটল্যান্ড সৌজন্য সাক্ষাৎ করেন। ছবি: ইয়াসিন কবির জয়
-
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেননি বলে দাবি করেছেন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আজমত উল্লা খান। আজ বিকেলে নির্বাচন কমিশনের তলবে নির্বাচন ভবনে অনুষ্ঠিত শুনানিতে অংশগ্রহণ শেষে তিনি সাংবাদিকদের কাছে এ দাবি করেন। ছবি: সিরাজুজ্জামান হেলালা
-
চিকিৎসকদের ব্যবস্থাপত্রে ওষুধের পাশাপাশি ছোটমাছ, অলিভ অয়েল, কালোজিরা, ডালিম ইত্যাদির উপকারিতা উল্লেখ থাকা উচিত বলে জানিয়েছেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী। আজ শিশু ও মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউটের ৪৫তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে প্রশিক্ষণরত ৪২ জন বিসিএস চিকিৎসক নিয়ে আয়োজিত সেমিনারে তিনি এ কথা জানান। ছবি: জাগো নিউজ
-
দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে সফর করছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। সেখানে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়োন সুক ইয়োলের সঙ্গে সাক্ষাত করবেন তিনি। উত্তর কোরিয়ার পারমাণবিক হুমকির মধ্যেই এই দুই নেতার সাক্ষাৎ দুদেশের মধ্যকার সম্পর্ককে আরও মজবুত করবে বলে ধারণা করা হচ্ছে। ছবি: সংগৃহীত