আজকের আলোচিত ছবি: ৫ মে ২০২৩
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
শিশুদের আগামী দিনের ভবিষ্যৎ উল্লেখ করে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু বলেছেন, তারাই আগামী দিনে এ দেশের নেতৃত্ব দেবে। আজ ঢাকার মোহাম্মদপুরে শারীরিক শিক্ষা কলেজ মাঠে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ছবি: ইসমাইল হোসেন রাসেল
-
রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মবার্ষিকী উপলক্ষে রবীন্দ্রসংগীত উৎসবের আয়োজন করা হচ্ছে। ১২ ও ১৩ মে এই দুদিন রাজধানীর সেগুন বাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে ৩৪তম জাতীয় রবীন্দ্রসংগীত উৎসবের আয়োজন করা হবে। আজ জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থা। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের তিন সদস্যকে গ্রেফতার করেছে অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। তারা হলেন মো. শিবলু ওরফে রফিকুল ইসলাম শিবলু ওরফে যোদ্ধা অফ হিন্দ (২০), মো. জাহিদুর রহমান ওরফে জাহিদ (২৮) ও শাহাদত হোসেন (২৫)। তৌহিদুজ্জামান তন্ময়
-
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে নদী দখলের চিত্র তুলে ধরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘তুরাগ নদীর তীরে সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সহযোগিতায় অনেক প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এসব প্রতিষ্ঠান করা হয়েছে নদী ভরাট করে। এর সঙ্গে সরকারের লোকজন জড়িত। আজ রাজধানীর ইঞ্জিনিয়ারস ইনস্টিটিউটে জলবায়ু পরিবর্তন: বাংলাদেশ ও নদী শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন। ছবি: খালিদ হোসেন
-
ভারতশাসিত জম্মু-কশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের লক্ষ্য করে গত কয়েক দিন ধরে অভিযান পরিচালনা করছে দেশটির সেনাবাহিনী। তবে শুক্রবার (৫ মে) একটি বিস্ফোরণে অন্তত দুই ভারতীয় সেনা নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। সেখানের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছে। খবর এনডিটিভির। ছবি: সংগৃহীত