আজকের আলোচিত ছবি: ৪ মে ২০২৩
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
বাংলাদেশের সম্প্রীতির মেলবন্ধন বিশ্বে নজির সৃষ্টি করেছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। আজ রাজধানীর মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। ছবি: তৌহিদুজ্জামান তন্ময়
-
বিএনপি নেতাদের উদ্দেশ্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘যাদের মন ছোট, তাদের রাজনীতি করা উচিত নয়।’ আজ রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরে বাংলাদেশ বৌদ্ধ সাংস্কৃতিক পরিষদের অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ছবি: সালাহ উদ্দিন জসিম
-
অতিরিক্ত জনসংখ্যা ও অপর্যাপ্ত নাগরিক সুবিধার কারণে ঢাকা বসবাসের যোগ্যতার মাপকাঠিতে নিম্নগামী বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম। আজ জাতীয় প্রেস ক্লাবে ‘অগ্নিদুর্ঘটনার কারণ: প্রতিরোধে করণীয়’ শীর্ষক এক সংলাপে এ কথা জানান তিনি। ছবি: জাগো নিউজ
-
নির্বাচন সামনে রেখে দলীয় পরিচয় দেখে পুলিশে নিয়োগ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাবেক মন্ত্রী সুনীল গুপ্তের ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ছবি: জাগো নিউজ
-
ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খেরসন শহরে রাশিয়ার হামলায় কমপক্ষে ২৩ জন নিহত হয়েছে। আঞ্চলিক গভর্নর এ তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয় সময় বুধবার ওই শহরে গোলাবর্ষণ শুরু করে রাশিয়া। ছবি: সংগৃহীত