আজকের আলোচিত ছবি: ২ মে ২০২৩
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে দ্রুত প্রত্যাবাসনে ভারতকে অধিকতর কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আজ দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। এ সময় তিনি এ আহ্বান জানান। ছবি: পিআইডি
-
করোনাভাইরাস প্রতিরোধে বায়োভ্যালেন্ট নামের নতুন একটি টিকা আনা হয়েছে এগারো লাখ। আরও ২০ লাখের মতো এই টিকা অল্প সময়ের মধ্যে দেশে চলে আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ছবি: ইসমাইল হোসেন রাসেল
-
আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম বলেছেন, কিছু রাজনীতিক ও মিডিয়া ব্যক্তিত্ব আমার পেছনে লেগেছেন। তারা আমার জনপ্রিয়তার জন্য পেছনে লেগেছেন। তিনি বলেন, আমার সামাজিক যোগাযোগমাধ্যমের ৯টি অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। হ্যাকাররা আমার কাছে ৫ লাখ টাকা দাবি করেছেন। মঙ্গলবার (২ মে) বিকেল সোয়া ৫টার দিকে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয় থেকে বেরিয়ে এসব কথা বলেন তিনি। ছবি: রাসেল মাহমুদ
-
আজ সকালে রাজারবাগ পুলিশ লাইন্সে শহীদ এসআই শিরু মিয়া মিলনায়তনে অগ্নিদুর্ঘটনায় সাহসিকতা ও মানবিক কাজের স্বীকৃতিস্বরূপ ৪৩ পুলিশ সদস্যের হাতে পুরস্কার তুলে দেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। পরে অনুষ্ঠান শেষে এ কথা বলেন পরান সরকার। ছবি: রাসেল মাহমুদ
-
পবিত্র রমজান মাসের শেষ এবং ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে গত সোমবার (১ মে) হোয়াইট হাউজে এক জাঁকজমক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এতে উপস্থিত ছিলেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। অথচ মুসলিমদের জন্য আয়োজিত সেই অনুষ্ঠানে ঢুকতে পারলেন না দেশটির এক মুসলিম মেয়রই। ছবি: সংগৃহীত