আজকের আলোচিত ছবি: ১ মে ২০২৩
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাসের আমন্ত্রণে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ১ মে বিশ্বব্যাংকের সদর দপ্তরে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে ওয়াশিংটন ডিসির রিজ কার্লটন হোটেলে সমেবেত হয়েছেন পরিকল্পনা মন্ত্রীসহ অন্যান্য কর্মকর্তাগণ। ছবি: ইয়াসিন কবির জয়
-
শ্রমিকদের বঞ্চিত করে উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি বলেন, শ্রমিকরা উন্নয়নের প্রাণ। আজ রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘মহান মে দিবস ২০২৩’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ছবি: জাগো নিউজ
-
মেট্রোরেলে ঢিল ছোড়ার ঘটনায় ডিএমপির কাফরুল থানায় অভিযোগ দিয়েছে কর্তৃপক্ষ। অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত হতে পারে বলে জানিয়েছে পুলিশ। আজ দুপুরে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জাগো নিউজকে এ তথ্য জানান। ছবি: মোফিজুল সাদিক
-
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের পতাকা সমুন্নত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি রাজনীতিতে পরাজিত হয়ে এখন দেশের অর্থনীতিকে পরাজিত করার টার্গেটে নেমেছে। আজ রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে শ্রমিক দিবসের আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। ছবি: সালাহ উদ্দিন জসিম
-
মে দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে শ্রমিক দলের শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বেলা আড়াইটার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ শুরু হয়। ছবি: খালিদ হোসেন
-
মেক্সিকোর পশ্চিমাঞ্চলে একটি বাস খাদে পড়ে অন্তত ১৮ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। দেশটির স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। ছবি: সংগৃহীত