আজকের আলোচিত ছবি: ৩০ এপ্রিল ২০২৩
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চান বিএনপি তার একটি লাঠিয়াল বাহিনী হিসেবে থাক, এমন মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। আজ দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি-বাচসাস নেতৃবৃন্দ ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন। ছবি: জাগো নিউজ
-
আসছে ৫ মে দেশের প্রেক্ষগৃহে মুক্তি পেতে যাচ্ছে শাহরুখ খান অভিনীত বলিউডের বহুল আলোচিত সিনেমা ‘পাঠান’। এ সিনেমাটি মুক্তির বিষয়ে আজ (৩০ এপ্রিল) সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন এবারের ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমার নির্মাতা, প্রযোজকরা শিল্পীরা। ছবি: মইনুল ইসলাম
-
এসএসসি-সমমান বাংলা প্রথমপত্রের প্রশ্ন সহজ হয়েছে। প্রশ্ন কমন পড়ায় পরীক্ষা শেষে অনেককে হাসি মুখে কেন্দ্র থেকে বেরিয়ে আসতে দেখা গেছে। আজ রাজধানীর বাড্ডা হাই স্কুল কেন্দ্রে পরীক্ষা শেষে পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলে এসব বিষয় জানা গেছে। ছবি: মুরাদ হোসেন
-
কারামুক্তির পর কার্যালয়ে গিয়ে দলীয় প্রধান বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। তাকে এ মুহূর্তে মুক্তি দিয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা দরকার। ছবি: জাগো নিউজ
-
সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, পরিচালক স্টিভেন স্পিলবার্গ এবং সংগীতশিল্পী ব্রুস স্প্রিংস্টিনকে হুট করেই সেখানকার একটি রেস্টুরেন্টে হাজির হতে দেখা যায়। দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ছবি: সংগৃহীত