আজকের আলোচিত ছবি: ২৯ এপ্রিল ২০২৩
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
প্রযুক্তির অপব্যবহার করলে আইনের মুখোমুখি হতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ সকালে কুমিল্লার চান্দিনা পৌর আধুনিক কমিউনিটি সেন্টার মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। ছবি: জাগো নিউজ
-
আর কয়েকদিন পরই শুরু হবে মধু মাস। জৈষ্ঠ্যের শুরু থেকেই বাজারে উঠতে শুরু করবে পাকা আম। সাধারণত কাঁচামিঠা ও গুটি জাতের আম দিয়েই শুরুর হয় আমের বাজার। তবে এবার ঝড়ে পড়া আম দিয়েই শুরু হয়েছে রাজশাহীর আমের বাজার। ব্যবসায়ীরা বলছেন, এখানে কম দাম হলেও রাজশাহীর বাইরে এর চাহিদা বাড়ছে। ছবি: সাখাওয়াত হোসেন
-
সরকার হটানোর জন্য আন্দোলনের কৌশল ঠিক করতে গণফোরাম ও পিপলস পার্টির সঙ্গে বৈঠক করেছে বিএনপি আজ দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে লিয়াজোঁ কমিটির সঙ্গে এই বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: জাগো নিউজ
-
সুনামগঞ্জ হাওরের ৯২ শতাংশ ধান কেটে ঘরে তুলেছেন কৃষক। আবহাওয়া অনুকূলে থাকায় অন্য বছরের চেয়ে এবার ধানের ফলন ভালো হওয়ায় খুশি হাওরের কৃষকরা। কৃষি বিভাগের তথ্যমতে, চলতি মৌসুমে সুনামগঞ্জের ১২ উপজেলার ১৩৭ হাওরে দুই লাখ ২২ হাজার ৭৯৫ হেক্টর জমিতে বোরো ধানের চাষাবাদ হয়েছে। এখন পর্যন্ত কাটা হয়েছে এক লাখ ৭০ হাজার হেক্টর জমির ধান। ছবি: লিপসন আহমেদ
-
রাজধানী কিয়েভসহ ইউক্রেনের বিভিন্ন শহরে আবারও বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। একটি ভবনে হামলাতে চার শিশুসহ ২৩ জন নিহত হয়েছেন। এছাড়া আহত ১৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছবি: সংগৃহীত