আজকের আলোচিত ছবি: ২৭ এপ্রিল ২০২৩
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপানিজ ন্যাশনাল মিউজিয়াম অব ইমার্জিং সায়েন্স অ্যান্ড ইনোভেশন পরিদর্শন করেছেন। আজ তিনি জাদুঘরে পৌঁছলে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। ছবি: পিআইডি
-
মহান স্বাধীনতাযুদ্ধে জীবন উৎসর্গকারী সশস্ত্র বাহিনীর শহীদ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আজ ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। ছবি: পিআইডি
-
রাজধানী ঢাকার ওপর দিয়ে বয়ে গেছে কালবৈশাখী ঝড়। আজ বিকেল সাড়ে ৫টার দিকে এ ঝড় শুরু হয়। এরপরই শুরু হয় বৃষ্টি। বৃষ্টির সঙ্গে থেমে থেমে ছিল ঝড়ের তাণ্ডব। ছবি: জাগো নিউজ
-
বগুড়ার শেরপুর উপজেলায় প্রতি বছর বারুণী মেলা শেষে ‘বউ মেলা’ অনুষ্ঠিত হয়ে আসছে। এরই ধারাবাহিকতায় আজ উপজেলার গাড়ীদহ ইউনিয়নের করতোয়া নদীর পশ্চিম কোলঘেঁষে এ মেলা বসে। ছবি: জাগো নিউজ
-
ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে দীর্ঘ দুই মাস ইলিশসহ সব ধরনের মাছ শিকারের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে ৩০ এপ্রিল। এই নিষেধাজ্ঞা কাটিয়ে আবারও নদীতে নামার প্রস্তুতি নিচ্ছেন ভোলার জেলেরা। ছবি: জুয়েল সাহা বিকাশ