আজকের আলোচিত ছবি: ২৬ এপ্রিল ২০২৩
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে তার কার্যালয়ে শীর্ষ পর্যায়ের বৈঠকের শুরুতে দুই নেতা করমর্দন করেন। ছবি: ইয়াসিন কবির জয়
-
বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে তার কার্যালয়ে শীর্ষ পর্যায়ের বৈঠকে অংশগ্রহণ করেন। ছবি: ইয়াসিন কবির জয়
-
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চলচ্চিত্রে অভিনয় করতে চেয়েছিলেন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। আজ সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সম্মিলিত চলচ্চিত্র পরিষদ নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে তিনি এমন মন্তব্য করেন। ছবি: জাগো নিউজ
-
প্রায় দেড় মাস ধরে বাজারে তরমুজের পর্যাপ্ত সরবরাহ ছিল। রমজান মাস শুরু হলে তরমুজের চাহিদার পাশাপাশি সরবরাহ আরও বেড়ে যায়। রমজানের শুরুতে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় তরমুজের দাম প্রতি কেজি ৩০-৪০ টাকায় বিক্রি হয়। আকারভেদে প্রতি পিস তরমুজের দাম তখন ১৫০ থেকে ৪০০ টাকার মধ্যে ছিল। ছবি: ইয়াসির আরাফাত
-
ঈদুল ফিতরের পাঁচদিনের ছুটি শেষ হয়েছে গত রোববার। ছুটি শেষে গত কয়েকদিনের মতো ঈদের পঞ্চম দিনেও নগরীতে ফিরছেন হাজারো মানুষ। আজ সকালে রাজধানীর কমলাপুরে ঢাকা রেলওয়ে স্টেশনে গিয়ে এমন চিত্র দেখা গেছে। বিপ্লব দিক্ষিৎ
-
ছোট ছোট শিক্ষার্থীদের পাঠদান চলাকালে আচমকাই শ্রেণিকক্ষে ঢুকে পড়েন এক যুবক। পিঠে কালো ব্যাগ, এক হাতে পিস্তল, অন্য হাতে পেট্রল বোমা। ট্রাউজারের নিচে লুকানো ছিল চাকুও। শিউরে ওঠার মতো ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গে মালদা জেলার কালিয়াচকে। আজ কালিয়াচক মুচিয়া চন্দ্রমোহন হাইস্কুলের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা রাজ্যে। ছবি: সংগৃহীত