আজকের আলোচিত ছবি: ২৫ এপ্রিল ২০২৩
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নতুন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আজ বেলা ১১টা ৪০ মিনিটের দিকে স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। ছবি: ইয়াসিন কবির জয়
-
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নবনির্মিত ভিভিআইপি লাউঞ্জের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সরকারি সফরে জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা হওয়ার পথে এটি উদ্বোধন করেন তিনি। এ সময় তিনি উদ্বোধন শেষে দোয়া মোনাজাতে অংশ নেন। ছবি: ইয়াসিন কবির জয়
-
চারদিনের সরকারি সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার আমন্ত্রণে আজ মঙ্গলবার বিকেলে টোকিও পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। ছবি: বাসস
-
আগামী ৩০ এপ্রিল শুরু হতে যাওয়া ২০২৩ সালের এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পরীক্ষা চলাকালীন ফেসবুক ও মোবাইল ফোনে যে কোনো ধরনের গুজব, অনৈতিকভাবে তথ্য সরবরাহ বা আর্থিক লেনদেন নজরদারিতে রাখা হবে। আজ আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটি সভা শেষে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ তথ্য জানিয়েছেন। ছবি: জাগো নিউজ
-
জাপানের হিয়োগো প্রশাসনিক অঞ্চলের নতুন মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন রিয়োসুকে তাকাশিমা। গত রোববার ওই অঞ্চলে মেয়র পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। রিয়োসুকে তাকাশিমার বয়স মাত্র ২৬ বছর। ছবি: সংগৃহীত