আজকের আলোচিত ছবি: ২৪ এপ্রিল ২০২৩
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
বিদায়ী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে বঙ্গভবনে গার্ড রেজিমেন্ট অনার প্রদান করা হয়। ছবি: পিআইডি
-
বিদায়ী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীরা ফুলেল শুভেচ্ছা ও রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় বিদায় জানান। ছবি: পিআইডি
-
বাংলাদেশের ২২তম মহামান্য রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন মো. সাহাবুদ্দিন।বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে তাকে শপথ বাক্য পাঠ করাচ্ছেন জাতীয় সংসদের মাননীয় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। ছবি: ইয়াসিন কবির জয়
-
ঈদুল ফিতরের ছুটি শেষে খুলেছে অফিস-আদালত। ঈদ পরবর্তী প্রথম কর্মদিবসে সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারী ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা। আজ সকাল থেকে ঈদের পর প্রথম কর্মদিবসে শুভেচ্ছা বিনিময় করেন তারা। ছবি: জাগো নিউজ
-
অবশেষে বৃষ্টির দেখা পেলেন তীব্র দাবদাহে পুড়তে থাকা চুয়াডাঙ্গাবাসী। আজ বিকেল পৌনে ৩টার দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। ৩টার পর থেকে বৃষ্টির মাত্রা বাড়তে থাকে। তবে মুষলধারে এখনো এ জেলায় বৃষ্টি নামেনি। ছবি: জাগো নিউজ
-
পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর উত্তরাঞ্চলে সামরিক বাহিনীর পোশাক পরে আসা সশস্ত্র ব্যক্তিদের হামলায় প্রায় ৬০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। ২১ এপ্রিল ইয়াতেঙ্গা প্রদেশের কারমা গ্রামে হামলার এ ঘটনা ঘটে। ২৩ এপ্রিল স্থানীয় কৌঁসুলি লামিনে কাবোরে এসব তথ্য জানান। ছবি: সংগৃহীত