আজকের আলোচিত ছবি: ২২ এপ্রিল ২০২৩
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পবিত্র ঈদুল ফিতরের জামাতে বিপুল সংখ্যক মুসল্লি অংশ নিয়েছেন। সকাল ৭টা থেকে বেলা সোয়া ১১টা পর্যন্ত মোট পাঁচটি জামাত অনুষ্ঠিত হয়েছে বায়তুল মোকাররমে। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
জাতীয় ঈদগাহ ময়দানে বিপুল মুসল্লির অংশগ্রহণে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
ঈদের নামাজ শেষে কোলকুলি করছে শিশুরা। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
ঈদের ছুটিতে রাজধানীর হাতিরঝিলে ভিড় করেছেন দর্শনার্থীরা। আজ দুপুর গড়িয়ে বিকেল হতেই ঝিলপাড়ে দর্শনার্থীদের ভিড় বাড়তে শুরু করে। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
এশিয়ার সর্ববৃহৎ ঈদগাহ দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ শহীদ ময়দানে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। প্রখর রোদ আর তাপপ্রবাহেও ময়দানে মুসল্লির ঢল নামে। এবারও একসঙ্গে ৬ লাখ মুসল্লি নামাজ আদায় করেছেন বলে দাবি আয়োজকদের। ছবি: এমাদুল হক মিলন
-
নাইজেরিয়ার দক্ষিণপূর্বাঞ্চলে পাঁচ পুলিশ কর্মকর্তা ও দুই বেসামরিক নাগরিককে গুলি করে হত্যা করেছে বন্দুকধারীরা। স্থানীয় পুলিশের এক মুখপাত্র হেনরি ওকোয়ে, আজ দেশটির সহিংসতাপূর্ণ ইমো রাজ্যে এ ঘটনা ঘটে বলে। ছবি: সংগৃহীত