আজকের আলোচিত ছবি: ২০ এপ্রিল ২০২৩
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামী সাধারণ নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং যুক্তরাজ্যের পর্যবেক্ষকদের স্বাগত জানাবো আমরা। আজ গণভবনে যুক্তরাজ্যের বিদায়ী হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে যান। এসময় তিনি এ কথা বলেন। ছবি: ইয়াসিন কবির জয়
-
রাজধানীর যাত্রাবাড়ীতে অভিযান চালিয়েছে র্যাব। এসময় অতিরিক্ত ভাড়া আদায় এবং ফিটনেস ও রোড পারমিট না থাকায় বিভিন্ন গণপরিবহনকে ৪৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। আজ র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম ও র্যাব-১০ এর একটি দল এ অভিযান চালায়। ছবি: রাসেল মাহমুদ
-
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ উপহার বিতরণ করেছে ঢাকা মহানগর উত্তর যুবলীগ। ঈদ উপহার বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ। আজ বেলা ১১টায় রাজধানীর কালাচাঁদপুর সরকারি স্কুল অ্যান্ড কলেজ মাঠে হয় এ কর্মসূচি। ছবি: জাগো নিউজ
-
বাংলা লোক গানে নেচে-গেয়ে পানি ছিটিয়ে বৃষ্টির জন্য আকুতি জানানো হয়। একই সঙ্গে বৃষ্টির জন্য প্রার্থনা ও রাতে সিন্নির আয়োজন করা হয়েছে। আজ দুপুরে বাঙালির অতি প্রাচীন এ সংস্কৃতির দেখা মেলে পাবনার ঈশ্বরদীর মধ্য অরণকোলা এলাকায়। ছবি: সংগৃহীত
-
পবিত্র রমজান মাসে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বিনা মূল্যে এক ব্যাগ আটা পাওয়ার জন্য লাইন দিচ্ছে শত শত মানুষ। রেকর্ড মূল্যস্ফীতি ও ক্রমবর্ধমান দারিদ্র্যের কারণে দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ‘দরিদ্রদের মধ্যে দরিদ্রতম’ লোকদের জন্য গত মার্চে বিনা মূল্য আটা বিতরণ কর্মসূচি ঘোষণা করেন। ছবি: শেখ মহসিন