আজকের আলোচিত ছবি: ১৯ এপ্রিল ২০২৩
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
সারাদেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জেও প্রচণ্ড তাপপ্রবাহ চলছে। তাই আজ সকালে চাঁপাইনবাবগঞ্জে এমন পরিস্থিতিতে বৃষ্টির জন্য ইসতেসকার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। ছবি: সোহান মাহমুদ
-
রাজধানীর মোহাম্মদপুরে বেড়িবাঁধ এলাকায় বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। আজ দুপুর সাড়ে ১২টা থেকে বিক্ষোভে নামেন পোশাক শ্রমিকরা। ছবি: জাগো নিউজ
-
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, স্মার্ট নারীরা স্মার্ট বাংলাদেশের নেতৃত্ব দেবে। আজ সকাল ১০টায় নাটোরের সিংড়ায় নিজ বাসভবনে আইডিয়া প্রকল্পের আওতায় ৩৭ স্মার্ট নারী উদ্যোক্তার মধ্যে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ছবি: রেজাউল করিম রেজা
-
কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান ঈদুল ফিতরের ১৯৬তম জামাতের জন্য প্রস্তুত করা হয়েছে। আগত মুসল্লিদের নিরাপত্তায় চার স্তরে কাজ করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এবার আগের চেয়ে দেড়গুণ বেশি নিরাপত্তা ব্যবস্থা থাকবে শোলাকিয়ায়। ছবি: জাগো নিউজ
-
চীনের রাজধানী বেইজিংয়ে মঙ্গলবার (১৮ এপ্রিল) একটি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৯ জন প্রাণ হারিয়েছেন। কিন্তু এ ঘটনার বিষয়ে খুব বেশি তথ্য জানায়নি কর্তৃপক্ষ। এমনকি আগুন লাগার পরে আট ঘণ্টা পর্যন্ত বিষয়টি পুরোপুরি গোপন রাখা হয় রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমগুলোতে। ছবি: সংগৃহীত