আজকের আলোচিত ছবি: ১৭ এপ্রিল ২০২৩
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
ঐতিহাসিক মুজিবনগর দিবসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন। আজ সকালে তিনি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে এ পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়া দিবসটি উপলক্ষে আওয়ামী লীগের নেতাকর্মীরা বনানী কবরস্থানে সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ ও এম মনসুর আলীর কবরে পুষ্পস্তবক অর্পণ করেন। ছবি- সংগৃহিত
-
সাতক্ষীরায় ক্ষতিকর রাসায়নিক দ্রব্য দিয়ে পাকানো বিভিন্ন প্রজাতির আট হাজার কেজি আম জব্দ করেছেন র্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা। রাসায়নিক দ্রব্য (কার্বাইড) মেশানো এসব আম ঢাকায় পাঠানো হচ্ছিল। গতকাল রাত ১১টা থেকে ২টা পর্যন্ত টানা তিন ঘণ্টার অভিযানে নেতৃত্ব দেন র্যাব-৬ সাতক্ষীরা কোম্পানি কমান্ডার মেজর জে এম গালিব। শহরের বাঁকাল এলাকায় অভিযানে জব্দ করা আম বুলডোজার মেশিনের চাকায় পিষে বিনষ্ট করা হয়। ছবি- জাগো নিউজ
-
পাবনার ঈশ্বরদী উপজেলার পদ্মা নদীর তীরবর্তী তিন ইউনিয়ন পাকশী, সাঁড়া, লক্ষ্মীকুন্ডা ও পৌরশহরের বেশিরভাগ টিউবওয়েলে পানি উঠছে না। খরা ও অনাবৃষ্টির কারণে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় সুপেয় পানির সংকট দেখা দিয়েছে। ঈশ্বরদী পৌরসভার সাপ্লাই পানি সরবরাহও নিরবচ্ছিন্ন নয়। বিদ্যুৎ বিভ্রাট ও লোডশেডিংয়ে পানি সরবরাহে বিঘ্ন ঘটছে। ফলে গ্রাহকরা চাহিদা অনুযায়ী পানি পাচ্ছে না। ঈশ্বরদী পৌরসভার ঘন বসতিপূর্ণ এলাকা হিসেবে পরিচিত ফতেহ মোহাম্মদপুর, পূর্ব-নূরমহল্লা, আমবাগান, আলহাজ্ব ক্যাম্প, মাহাতাব কলোনি। সরেজমিনে গিয়ে দেখা যায়, শতকরা ৯৫ শতাংশ বসতবাড়ির টিউবওয়েলে পানি উঠছে না। যাদের বাসা-বাড়িতে সাবমার্সেবল বা গভীর নলকূপ আছে শুধুমাত্র তারা সুপেয় পানি পাচ্ছেন। ছবি- জাগো নিউজ
-
রাজধানীর উত্তরায় বিজিবি মার্কেটে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পাঁচটি ইউনিট। আজ সকাল ১০টা ২৫ মিনিটে আগুন লাগে বলে জানান ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম। তিনি বলেন, উত্তরার বিজিবি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে প্রথমে তিনটি ইউনিট কাজ শুরু করে। পরে আরও দুটি ইউনিট বাড়ানো হয়। ছবি- জাগো নিউজ
-
পাবনার ঈশ্বরদীতে চলতি মৌসুমে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আজ উপজেলায় ৪৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এটা ঈশ্বরদীর স্মরণকালের সর্বোচ্চ তাপমাত্রা। বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন ঈশ্বরদী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক নাজমুল হক রঞ্জন। ছবি- জাগো নিউজ